ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আঙ্কারা কীভাবে সেনা অভ্যুত্থান দমন করেছে তা শিখতে পারে ঢাকা ॥ তুর্কি দূত

প্রকাশিত: ০৮:৩৩, ৩০ অক্টোবর ২০১৬

আঙ্কারা কীভাবে সেনা অভ্যুত্থান দমন করেছে তা শিখতে পারে ঢাকা ॥ তুর্কি দূত

বিডিনিউজ ॥ তুরস্কে সাম্প্রতিক সেনা অভ্যুত্থান চেষ্টা যেভাবে নস্যাত করা হয়েছে সেখান থেকে বাংলাদেশের শেখার কিছু রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় আঙ্কারার দূত দেভরিম ওসতুর্ক। তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তুরস্কের রাষ্ট্রদূত কামাল আতাতুর্ক ও অন্যান্য বিষয়ের কথা উল্লেখ করে বলেন, আমি মনে করি তুরস্ক বাংলাদেশের জন্য আরেক দিক দিয়ে মডেল হয়ে উঠেছে, সেটা হচ্ছে আঙ্কারা কী করে সাম্প্রতিক সেনা বিদ্রোহ দমন করেছে তা। তিনি বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে কেউ ক্ষমতা দখল করতে পারে না। ঢাকার একটি হোটেলে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীসহ কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সেনাপ্রধানসহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ১৫ জুলাইয়ের ওই ব্যর্থ অভ্যুত্থানের কিছু ছবি অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। রাষ্ট্রদূত ওসতুর্ক বলেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমাদের অনেক মিল রয়েছে। তাই ঢাকায় আমাদের জাতীয় দিবস উপযাপনে অনেকটা একই রকম মনে হচ্ছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের বিরোধিতা করে আসা পাকিস্তানের সঙ্গে তুরস্কও সুর মেলালে কয়েক মাস আগে ঢাকা-আঙ্কারা সম্পর্কে শীতলতা দেখা দেয়। গত মে মাসে জামায়াত আমির নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের পর ওসতুর্ককে তলব করে আঙ্কারা। এর তিন মাস পর ঢাকায় ফেরেন তিনি। গত ১২ আগস্ট ঢাকা এসে ওসতুর্ক বলেন, তুরস্ক মৃত্যুদণ্ড বিলোপ করায় তারা শুধু এর বিরোধিতা করেছেন।
×