ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শুনতে পায় মাকড়সা!

প্রকাশিত: ০৫:১৭, ১৮ অক্টোবর ২০১৬

শুনতে পায় মাকড়সা!

আমরা এতদিন জানতাম ছোট্ট প্রাণী মাকড়সার দেখার জন্য চমৎকার চোখ রয়েছে। কিন্তু এটির কোন কান নেই। তাই মাকড়সার শ্রবণ ক্ষমতা নেই। এই ধারণা ভুল। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে কান না থাকলেও মাকড়সা চমৎকারভাবে শুনতে পায়। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, ঘরের একটি নির্দিষ্ট দূরত্ব থেকে মানুষের কথা এমনকি মোবাইলের রিং টোনও শুনতে পায় লাফিয়ে চলা মাসড়সার একটি প্রজাতি। এই নয়া গবেষণার বিস্তারিত সম্প্রতি কারেন্ট বায়োলজি সাময়ীকিতে প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখানো হয়েছে, কিভাবে শরীরের শ্রবণ নিউরনের সাহায্যে মাকড়সা আপনার প্রতিটি শব্দ শুনতে পায়। মাকড়সার পায়ে থাকা একধরনের রোমশ শ্রবণ উপাঙ্গের সাহায্যে কোন দূরের শব্দ শোনে এই প্রাণী। এ ক্ষেত্রে লাফিয়ে চলা মাকড়সা তিন মিটার পর্যন্ত দূরের শব্দ শুনতে পায়। গবেষণায় দেখা গেছে, মাকড়সার শরীর ও পায়ে স্পর্শকাতর ও বড় দৈর্ঘ্যরে এক ধরনের রোমশ উপাঙ্গ থাকে। এই উপাঙ্গের সাহায্যে বাতাসে ভাসা শব্দ কম্পন গ্রহণ করে মাকড়সা। পরে এই শব্দ কম্পন মস্তিষ্কে প্রবেশ করে। কর্নেল বিশ্ববিদ্যালয়ের নিউরোবায়োলজি এ্যান্ড বিহেভিয়ার বিভাগের প্রফেসর ও এই গবেষণা দলের সিনিয়র সদস্য রন হই বলেন, আমরাই প্রথম সফলভাবে ল্যাব টেস্টের সাহায্যে প্রমাণ করতে পেরেছি যে মাকড়সার মস্তিষ্ক শুনতে পায়। এই গবেষণায় মনোবিজ্ঞান, জৈবিক পরিসংখ্যান, চিকিৎসা বিজ্ঞান, গণনীয় জীববিদ্যা ও পদার্থ বিজ্ঞানের তত্ত্ব প্রয়োগ করা হয়েছে। এই গবেষণা দলের প্রধান সহকারী গবেষক পল শ্যাম্বেল বলেন, আমি দীর্ঘদিন মাকড়সা নিয়ে গবেষণা করছি। কিন্তু এতদিন আমাদের এই মাকড়সা নিয়ে যে ধারণা ছিল তা সম্পর্ণূ ভিন্ন। আমরা জানতাম এই ছোট্ট প্রাণীটি শুধু কম্পন তৈরি করে এবং ভালমতো দেখতে পায়। কিন্তু এটি শুনতেও পায়। গবেষণাটি শুধু লাফিয়ে চলা মাকড়সার ওপর করা হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্যান্য প্রজাতির মাকড়সাও হয়ত শুনতে পায়।-ডিসকভারি নিউজ অবলম্বনে।
×