ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বলিউড তারকা নওয়াজুদ্দিন সিদ্দিকীকে হুমকি

প্রকাশিত: ০৫:৫৯, ১১ অক্টোবর ২০১৬

বলিউড তারকা নওয়াজুদ্দিন সিদ্দিকীকে হুমকি

ভারতের একটি উগ্র ডানপন্থী হিন্দু দল হুমকি দেয়ার পর বলিউড তারকা নওয়াজুদ্দিন সিদ্দিকী একটি ধর্মীয় নাটকে অভিনয়ের ইচ্ছে ত্যাগ করেছেন। রামায়ণের কাহিনীর ওপর রচিত রামলীলা নামের ধর্মীয় নাটকটি পুরো ভারতজুড়ে মঞ্চস্থ করা হয়। খবর বিবিসি বাংলা অনলাইনের। ভারতের উত্তর প্রদেশ রাজ্যে নিজের গ্রাম বুধানায় একটি রামলীলা পালায় নওয়াজুদ্দিন সিদ্দিকীর অভিনয় করার কথা ছিল। কিন্তু হিন্দুত্ববাদী দল শিব সেনার কিছু সদস্য বলে যে এই নাটকে ‘কোন মুসলমানকে’ তারা স্টেজে দেখতে চায় না। এর ফলে অভিনয় শুরু হওয়ার কয়েক মিনিট আগে সিদ্দিকী তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন। তিনি অবশ্য এর আগে জানিয়েছিলেন এই নাটকে অভিনয় করার ইচ্ছে তার ছেলেবেলা থেকেই ছিল। তবে এই ধরনের হুমকি শিব সেনার জন্য নতুন নয়। ধর্মীয় এজেন্ডা পুশ করার জন্য শিব সেনা প্রায়ই এই কাজ করে থাকে। শিব সেনার সূচনা ১৯৬৬ সালে। মহারাষ্ট্র থেকে দক্ষিণ ভারতীয়দের ঠেকিয়ে রাখতে এবং ইসলামের প্রসারকে রোধ করতেই এই দলটি গঠিত হয়।
×