ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে কিশোরী ধর্ষিত ॥ কলেজ শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ০৪:০৪, ৬ অক্টোবর ২০১৬

সুন্দরগঞ্জে কিশোরী ধর্ষিত ॥ কলেজ শিক্ষক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৫ অক্টোবর ॥ সুন্দরগঞ্জ উপজেলায় কিশোরীকে ধর্ষণের দায়ে কলেজ শিক্ষক অশোক কুমার সরকারকে গ্রেফতার করা হয়েছে। তিনি সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক। মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত কলেজ শিক্ষক অশোক কুমার সরকার সোনারায় ইউনিয়নের দক্ষিণ বৈদ্যনাথ গ্রামের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুকুল চন্দ্র সরকারের ছেলে। ধর্ষিতা কিশোরী স্থানীয় করুনাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে অশোক কুমারসহ ৩ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলার অপর দুই আসামি অশোক কুমারের সহযোগী বাবুল মিয়া (৪৫) ও অটোরিক্সার চালক আনু মিয়া (৪০)। তারা এখন পলাতক রয়েছেন। সোনারায় ইউনিয়নের দক্ষিণ চন্দ্র গ্রামের বাসিন্দা ধর্ষিতার বাবা বলেন, তার মেয়েকে ফুসলিয়ে পীরগঞ্জ উপজেলার বিনোদন কেন্দ্র ‘আনন্দ নগরে’ নিয়ে যাওয়া হয়। সেখানে কলেজ শিক্ষক অশোক কুমার তাকে ধর্ষণ করেন। জানা গেছে, মঙ্গলবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই কিশোরীকে প্রতিবেশী আসামি বাবুল মিয়া ফুসলিয়ে মোটরসাইকেল যোগে পীরগঞ্জের আনন্দ নগরে নিয়ে যায়। তার সহযোগী ছিলেন আরেক প্রতিবেশী অটোরিক্সা চালক আনু মিয়া। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের পিছু পিছু কলেজ শিক্ষক অশোক কুমারও রওনা দেয়। সেখান থেকে ফেরার পথে আবাসিক হোটেলে নিয়ে অশোক কুমার কিশোরটিকে ধর্ষণ করে। রামপাল বিদ্যুত কেন্দ্র দ্রুত নির্মাণ দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ‘থাকবে বাঘ, থাকবে সুন্দরবন, ডিজিটাল বাংলাদেশে হবে বিদ্যুত উৎপাদন’ এই প্রতিপাদ্য নিয়ে রামপালে তাপ বিদ্যুত কেন্দ্র দ্রুত নির্মাণের দাবিতে বাগেরহাটে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা তাঁতি লীগের ব্যানারে এই সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন, জেলা তাঁতি লীগের সভাপতি তালুকদার এ বাকী। এ সময় আওয়ামী লীগের সহযোগী এবং কয়েকটি সামাজিক সংগঠন একত্মতা প্রকাশ করে সমাবেশে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, নকীব নজিবুল হক নজু, বাগেরহাট পৌরসভার কাউন্সিলর তানিয়া খাতুন প্রমুখ। বিদ্যুতস্পৃষ্টে আহত স্কুলছাত্র হাসপাতালে অপরিকল্পিত ব্রিজ নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ৫ অক্টোবর ॥ সীতাকু-ে অপরিকল্পিত ফুট ওভারব্রিজে বিদ্যুতপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে রফিকুল ইসলাম রাব্বি (১০) নামে এক স্কুলছাত্র। বুধবার দুপুর দেড়টার সময় ভাটিয়ারী এলাকার বিজয় সরণি বিশ্ববিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ বার্ন ইউনিটে ভর্তি করান। সে ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বজলুর রহমান হাওলাদারের পুত্র ও ভাটিয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। জানা যায়, দুপুরে টিফিন ছুটির সময় খেলতে খেলতে ফুট ওভারব্রিজ পার হওয়ার সময় এগারো হাজার মেগাওয়াট সম্পর্ণ বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে রাব্বি। এতে সে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হয়। এরপর পরই বিদ্যুত লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে চমেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বিনামূল্যে বীজ বিতরণ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ রবি মওসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বুধবার সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন। ঘোড় দৌড় প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৫ অক্টোবর ॥ সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বাঙ্গাবাড়ি খেয়াঘাট এলাকায় বুধবার চার দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকার। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বর্তমান ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম, সমাজ সেবক মাহবুবুর রহমান নিটল, খাইরুল ইসলাম, আব্দুল বারী প্রমুখ। ওই খেলায় ১০ ঘোড় সওয়ার অংশ নিচ্ছে।
×