ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ফ্ল্যাগ স্টাড লাগানো পাজেরো জীপ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৫, ৪ অক্টোবর ২০১৬

রাজধানীতে ফ্ল্যাগ স্টাড লাগানো পাজেরো জীপ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ মন্ত্রী, বিচারপতি, সচিব পদমর্যাদার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বহনকারী যেসব গাড়িতে ফ্ল্যাগ স্টাড থাকে, রাজধানীতে তেমন একটি ফ্ল্যাগ স্টাড লাগানো পাজেরো জীপ থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া এক ইতালি প্রবাসীর স্ত্রীর পচা-গলা লাশ উদ্ধার এবং ২৫ ককটেলসহ দুজনকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। রবিবার রাতে রমনা থানার সেগুনবাগিচা থেকে ফ্ল্যাগ স্টাড লাগানো একটি পাজেরো জীপ থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফকে (৩০) গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয় ঢাকা মেট্রো-ঘ-০২-১৬৪৯ নম্বরের ফ্ল্যাগ স্টাডযুক্ত পাজেরো জীপটি। ইউসুফের বরাত দিয়ে ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। আটক ইউসুফের বাড়ি কক্সবাজারের টেকনাফ থানার ঢেকিলার বিল গ্রামে। পাজেরো জীপটিতে ভুয়া ফ্ল্যাগ স্টাড লাগানো ছিল। ফ্ল্যাগ স্টাড লাগানো থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণত গাড়ি চেক করে না। এ সুযোগ কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবাসহ অবৈধ মাদকদ্রব্য চট্টগ্রাম থেকে পাজেরো জীপটি দিয়ে ঢাকায় আনা হতো। আর একই কায়দায় ঢাকার বিভিন্ন জায়গায় মাদক পৌঁছে দেয়া হতো ওই পাজেরো জীপে করেই। জিজ্ঞাসাবাদে ইউসুফ ঢাকা ও চট্টগ্রামের বেশকিছু ইয়াবা ব্যবসায়ীর নাম বলেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ জনকণ্ঠকে জানান, পাজেরো জীপটির মালিক সম্পর্কে জানতে বিআরটিএর (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। গৃহবধূর লাশ উদ্ধার ॥ সোমবার দুপুরে মুগদার বড় মসজিদ সড়কের ৯৩/এ নম্বর বহুতল বাড়ির পঞ্চম তলার পূর্বপাশের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় আয়শা আক্তার আশা (৩২) নামে এক গৃহবধূর পচা-গলা লাশ উদ্ধার করেছে পুলিশ। বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ফ্ল্যাটটি থেকে পচা-গলা ঝুলন্ত লাশটি উদ্ধার করে সুরতহালের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহত আশার বাড়ি মুন্সীগঞ্জের লৌহজংয়ের পূর্ব বরদিয়া গ্রামে। স্বামীর নাম নান্নু। তিনি ইতালি প্রবাসী। প্রায় আট বছর ধরে ইতালিতে বসবাস করছেন নান্নু। তবে প্রতি বছর দেশে আসেন। নিহত আশার দশ বছরের একটি ছেলে ও পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। ওই বাসায় পরিবারটি প্রায় এক বছর ভাড়া ছিল। মুগদা থানার ওসি এনামুল হক তরুণ জনকণ্ঠকে বলেন, গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। কচুক্ষেতে আটক ২ ॥ রবিবার ভাষানটেক থানার পুরনো কচুক্ষেতের তামান্না কমপ্লেক্সের সামনে থেকে আবু বক্কর সিদ্দিক ওরফে বক্কার (৫০) ও হোসেন (২৮) নামে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২৫ ককটেল উদ্ধার করা হয়। ভাষানটেক থানার উপ-পরিদর্শক মাহবুল হাসান জনকণ্ঠকে বলেন, দুজনই বিএনপির নেতাকর্মী। তারা নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো মজুদ করেছিল।
×