ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩৬, ৪ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

সৎসঙ্গ সেবায়েত ছুরিকাহত নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩ সেপ্টেম্বর ॥ ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ বাংলাদেশের সেবায়েত বসন্ত কুমার দাস ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। শনিবার ভোরে গোপালপুর সৎসঙ্গ আশ্রমের অদূরে রাস্তায় এ ঘটনা ঘটেছে। আহত সেবায়েতকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সেবায়েত বসন্ত কুমার দাস চট্টগ্রাম থেকে বাসযোগে শনিবার ভোরে পাবনায় এসে নামেন। তিনি হেঁটে গোপালপুর আশ্রমের অদূরে এলে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে। তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে টাকাপয়সা ছিনিয়ে তারা পালিয়ে যায়। তার বাড়ি দিনাজপুর শহরে বলে পুলিশ জানিয়েছে। ট্রলারডুবি ॥ আরও ৩ মৃতদেহ হস্তান্তর স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে নিহত তিন বাংলাদেশী জেলের মরদেহ ভোমরা বন্দর দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দুপুর সোয়া ২টার দিকে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা মরদেহগুলো বিজিবির কাছে হস্তান্তর করে। এ সময় বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের পক্ষে মরদেহগুলো গ্রহণ করেন ভোমরা ক্যাম্পের কমান্ডার সুবেদার সিরাজুল গনি। তবে, ফেরত আসা মরদেহগুলোর পরিচয় জানা যায়নি। ভোমরা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সিরাজুল গনি বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলো সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, একই ঘটনায় নিহত অপর সাত বাংলাদেশী জেলের মরদেহ গত ১ সেপ্টেম্বর ভোমরা বন্দর দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। অর্ধগলিত মরদেহগুলো ওইদিন সাতক্ষীরা শহরের কামালনগর সরকারী কবরস্থানে দাফন করা হয়। চাঁদা না পেয়ে দোকানে হামলা, লুট নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হযেছে। এ সময় ব্যবসায়ীকে হত্যার চেষ্টা চালানো হয়। শনিবার সকালে উপজেলার দড়িকান্দি এলাকায় ঘটে এ ঘটনা। ব্যবসায়ী মিলন মিয়া জানান, নিজেদের জমিতে একটি মনিহারি দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছেন। কয়েকদিন ধরে একই এলাকার শরীফ, ইসমাইলসহ তাদের লোকজন এক লাখ টাকা দাবি করে। এ টাকা না পেয়ে প্রতিপক্ষের লোকজন দোকানঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। প্রতিবাদ করায় মিলন মিয়াকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। একপর্যায়ে মিলন মিয়াকে লাঠিপেটা করে আহত করা হয়। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা চাঁদাবাজি ও মারপিটের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। ভারতে পাচারের সময় আটক ৭ নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৩ সেপ্টেম্বর ॥ পাটগ্রাম সীমান্তে নারী-শিশু পাচারকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। শুক্রবার গভীর রাতে নারী-শিশুসহ তিনবিঘা করিডর হতে বিজিবি সাতজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এরা হলোÑ কুসুম বালা, ভারতী রানী, মন্টু বর্মণ, গজ বর্মণ, সুনিতা রানী, হরি মাধব ও শিশু অচিন্ত বর্মণ। বিজিবি জানায়, গভীর রাতে এসব নারী ও শিশুকে স্থানীয় একটি দালালচক্র ভারতে পাচার করার চেষ্টা চালায়। এ সময় তাদের আটক করা হয়। এরা জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের বাসিন্দা। পৌর মেয়রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জলঢাকা পৌরসভার সাত কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ওই পৌরসভার ছয় কাউন্সিলর। শনিবার দুপুরে নীলফামারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জলঢাকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রহমত আলী। অভিযোগে বলা হয়, মেয়র ও পৌর সচিব মোটা অঙ্কের টাকার বিনিময়ে গত ১২ জুলাই প্রহসনমূলক নিয়োগ পরীক্ষা দেখিয়ে তাদের নিজস্ব লোক নিয়োগ দেন, যার মধ্যে ছয়জনের বাড়ি মেয়র ফাহমিদ ফয়সালের গ্রামের বাড়ি জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি গ্রামে এবং একজনের বাড়ি পৌরসভার সচিব আশরাফুজ্জামানের বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার কালীগঞ্জে। তিনি সচিবের স্বজন বলে দাবি করেন তারা। এছাড়া মেয়র ও সচিব কর্তৃক পৌরসভার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এক কোটি টাকা আত্মসাতেরও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জলঢাকা পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আফরোজা বেগম ও তার স্বামী হাফিজুর রহমান, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ রায়, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফজলুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রণজিত কুমার, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহসিন আলী। এ বিষয়ে জলঢাকা মেয়রের বক্তব্য জানতে মোবাইলে কথা বলা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সুনাম ক্ষুণœ করার উদ্দেশ্যে একটি মহলের ইন্ধনে এসব অপপ্রচার চালানো হচ্ছে। পৌরসভার কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আইনগত সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এজন্য জেলা প্রশাসকের পক্ষে নিয়োগ প্রক্রিয়ায় চারজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। জেলা প্রশাসনের প্রতিনিধিরাই প্রশ্ন পত্র তৈরি করেছেন। স্বচ্ছতা নিয়ে দ্বিমত করার কোন সুযোগ নেই। পোশাক কারখানায় ডাকাতি নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩ সেপ্টেম্বর ॥ আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা লক্ষাধিক টাকার মালামাল লুট করে। শুক্রবার ভোরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো এলাকার ‘এনআরএন নিটিং এ্যান্ড গার্মেন্টস লিমিটেড’ নামক কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার গভীর রাতে ওই পোশাক কারখানার নিটিং ইউনিটের মূল ফটক দিয়ে একটি সশস্ত্র ডাকাত দল ভেতরে প্রবেশ করে কারখানার নিরাপত্তাকর্মী হাফিজ ও চারজন নিটিং অপারেটরকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ডাকাতরা ৮ হাজার ১শ’ পঞ্চাশ কেজি সুতা, নগদ ৯০ হাজার টাকাসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে ট্রাকযোগে চলে যায়। এ সময় কারখানার ওই পাঁচজনকে পিটিয়ে আহত করে। বিদ্যুতস্পৃষ্টে হোটেল মালিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৩ সেপ্টেম্বর ॥ খোয়াই নদী ব্রিজ এলাকায় সালেক মিয়া (৩৯) নামে হোটেল ব্যবসায়ী বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি শহরের উমেদনগর এলাকার লাল মিয়ার ছেলে। জানা যায়, শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে দমকা হাওয়ায় একটি তার হোটেলের ওপর ছিঁড়ে পড়লে সালেক মিয়া বিদ্যুতস্পৃষ্ট হন। মারধরের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩ সেপ্টেম্বর ॥ ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আলীকে ইউপি চেয়ারম্যান ও তার সহোযোগীদের মারধরের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতি (বাপসা)। শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে আধঘণ্টার এ মানববনন্ধন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাপসা’র সভাপতিম-লীর সদস্য আবুল কালাম আজাদ, জেলা শাখার সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, বিষ্ণুপদ সাহা প্রমুখ। খালে ড্রেজার দিয়ে মাটি লুট স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঐতিহ্যবাহী তালতলা-ডহরী (গৌরগঞ্জ) খাল খননের নামে চলছে মাটি লুট। সরকারী ড্রেজারের পরিবর্তে স্থানীয় ক্ষতিকারক ড্রেজার ব্যবহার করে অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের কারণে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। খালটির মুখে ডহরী ও সামুর বাড়িতে চলছে ব্যাপক ভাঙ্গন। নৌ-পরিবহন মন্ত্রণালয় ২০ কোটি টাকা ব্যয়ে মিরকাদিম পর্যন্ত এই খাল খননের প্রকল্প গ্রহণ করেছে। কিন্তু এসব অনিয়মের অভিযোগে শনিবার সরেজমিন পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, বিআইডব্লিউটিএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভোলানাথ দে, জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএমসহ পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট দফতরগুলোর উর্ধতন কর্তৃপক্ষ। নৌ-পরিবহন মন্ত্রী তাৎক্ষণিক এই ড্রেজিং বন্ধ করার নির্দেশ দেন। মাদারীপুরে পঙ্গু ভিক্ষুককে ধর্ষণ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩ সেপ্টেম্বর ॥ শিবচর ময়নাকাটা নদীর কচুরিপানা থেকে এক পঙ্গু ভিক্ষুককে অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে জরুরীভিত্তিতে তাকে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছেন শিবচরের চিকিৎসকরা। স্থানীয়রা নদীতে মাছ ধরতে গিয়ে তাকে দেখতে পান। শুক্রবার রাতে ভিখারীর জ্ঞান ফিরে এলে তিনি ডাক্তার ও পুলিশকে বলেছেন ৪-৫ যুবক তাকে রাতে গণধর্ষণ করেছে। জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভিখারী একটি ভ্যানে চড়ে শিবচর থেকে পাঁচ্চরের দিকে যেতে থাকেন। বড়দোয়ালী সেতুর কাছে এলে ভ্যানচালক আর যেতে চায় না। তাকে রাস্তার পাশের একটি দোকানের সামনে নামিয়ে দেয়। সে তাই পাশের ওই দোকানে বসে থাকে। রাত প্রায় ১০টার দিকে ৪-৫ যুবক তাকে পাঁচ্চর-শিবচর রাস্তার পাশের ব্যাঙ্গচরা এলাকার একটি বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে নিয়ে যুবকরা পালাক্রমে তাকে ধর্ষণ করে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। ভিজিডির চাল উদ্ধার ॥ এদিকে শুক্রবার গভীর রাতে রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের আড়ুয়াকান্দি বাজারে অভিযান চালিয়ে পলাশ মজুমদারের দোকান থেকে ১১ বস্তা ভিজিডি চাল উদ্ধার করে পুলিশ। জানা গেছে, রাজৈর থানার পুলিশ কদমবাড়ী ইউনিয়নের আড়ুয়াকান্দি বাজারের পলাশ মজুমদারের দোকানে অভিযান চালিয়ে ১১ বস্তা ভিজিডি চাল উদ্ধার করে। মুন্সীগঞ্জ ও সিলেটে দুই লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটায় লঞ্চ ঘাটের কাছে কালো জিন্সপ্যান্ট ও লাল-হলুদ-কালো স্টাইপের টি-শার্ট পরিহিত অজ্ঞাত এই যুবকের লাশ উদ্ধার করা হয়। স্টাফ রিপোর্টার সিলেট থেকে জানান, দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকা থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আবদুর রহমানের (৫৫) লাশ স্থানীয় একটি ওয়ার্কশপের বারান্দা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। আবদুর রহমান নেত্রকোনা জেলার বারহাট্টা থানার কাদুয়া গ্রামের বাসিন্দা। তিনি গোটাটিকর এলাকার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন। কক্সবাজারে ৪৮ জনের সাজা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের এন্ডারসন সড়ক ও কলাতলী এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হোটেলের ব্যবস্থাপক, প্রেমিক জুটি, ছিনতাইকারী, মাদকসেবী ও যৌনকর্মীসহ ৪৮ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। ধৃত ওই নারী-পুরুষকে রাতেই ভ্রাম্যমাণ আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। শুক্রবার রাতে পর্যটন নগরী কক্সবাজার শহরকে নিরাপদ এলাকা হিসেবেই রাখতে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। সদর থানার এসআই জানান, ধৃতদের মধ্যে ১০ জনকে ৬ মাসের, ১০ জনকে এক মাসের আর ৪ জনকে অর্থদ- দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। পায়ুপথ থেকে সেই পেঁপে অপসারণ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর চারঘাটে জিয়ারুল নামের এক ব্যক্তির পায়ুপথে পেঁপে ঢুকিয়ে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমিরুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নিজ বাড়ি থেকে পুলিশ আমিরুলকে আটক করেছে। এদিকে শুক্রবার রাতেই অস্ত্রোপচারের মধ্যেমে জিয়ারুলের পায়ুপথ থেকে পেঁপেটি অপসারণ করেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডাঃ শিহাব আল মশিউর রহমান। ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক তরুণ মারা গেছে। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম সৌরভ চক্রবর্তী (১৯)। সে সিলেট সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সৌরভ মৌলভীবাজারের রাজনগরের সুভাষ চক্রবর্তীর ছেলে।
×