ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৮, ১৯ আগস্ট ২০১৬

টুকরো খবর

ইয়াবা আসছে ভিন্ন কৌশলে ॥ গ্রেফতারদের তথ্য স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কৌশল পরিবর্তন করছে মাদক ব্যবসায়ীরা। ব্যাংক ও পরিবহন ব্যবসার অন্তরালেই চলছে মাদকের ব্যবসা। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মাদক ব্যবসায়ীদের কৌশল পরিবর্তন হচ্ছে বার বার। চট্টগ্রামে র‌্যাবের অভিযানে প্রায় সাড়ে তিন কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। ৬ হাজার বোতল ফেনসিডিল ও ৯০ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার হয়েছে। পৃথক দুটি অভিযানে ফেনসিডিলসহ একটি ট্রাক ও ইয়াবাসহ ২জনকে আটক করেছে র‌্যাব সেভেনের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব সেভেনের পতেঙ্গাস্থ সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। র‌্যাবের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ইলেকট্রিক ব্যবসার আড়ালে বা ভুয়া নাম ব্যবহার করে ইয়াবার চালান যাচ্ছে দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে। তবে গ্রেফতাররা জানিয়েছে, ঢাকায় এসব চালানে লাইটের ভেতর দিয়ে ইয়াবা পাচার হচ্ছে ‘জসিম ইলেকট্রিক হাউজ’, ‘রমেশ সরকার ইলেকট্রনিক্স’, ‘সাগর লাইটিং হাউস’ নামের প্রতিষ্ঠানে। কার্টনের গায়ে লিখিত প্রতিষ্ঠানগুলোর নাম-ঠিকানা যাচাই করে দেখা গেছে ঢাকায় এ ধরনের কোন প্রতিষ্ঠান বা ইলেকট্রিক হাউস নেই। গত জুলাই ও আগস্ট মাসে ‘জসিম ইলেকট্রিক হাউস’ এর নামে চার দফায় মোট আট দফা ইয়াবার চালান ঢাকায় পাঠানো হয়েছে। কুরিয়ার হাউস বা ব্যাংকের মাধ্যমে অর্থের লেনদেন করছে ইয়াবা ব্যবসায়ীারা। এরমধ্যে রয়েছে ‘এস এ পরিবহন’, ‘সোনালী ব্যাংক’ ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক’ ও ‘ব্র্যাক ব্যাংক’। এদিকে, বৃহস্পতিবার ভোরে যশোরের সীমান্তবর্তী এলাকা থেকে ধানের ট্রাকে ফেনসিডিলের চালানের খবর পায় র‌্যাব। ভোর সোয়া ৪টার দিকের র‌্যাবের স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে একটি দল বন্দর থানাধীন সল্টগোলা ফ্লাইওভারের নিচে অভিযান চালায়। গাড়িটি থামানোর জন্য সিগন্যাল দেয়া হলে ড্রাইভার ও হেলপার ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৮৩৯৮) থেকে নেমে পালিয়ে যায়। এ সময় ট্রাকের তেরপলিন উল্টে দেখা যায় সারি সারি ফেনসিডিলের বোতল। ট্রাকের ডকুমেন্ট অনুযায়ী মালিক যশোরের লক্ষণপুর গ্রামের ইস্রাফিল হোসেন। চালকের নাম একই জেলার শার্শা এলাকার শরিফুল ইসলাম। তবে চালকের মানিব্যাগে থাকা তথ্য অনুযায়ী মালিক যুবায়ের। আটক ফেনসিডিলের মূল্য ৪৮ লাখ টাকা। প্রতারক ও ধর্ষকের দ্রুত বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৮ আগস্ট ॥ বড়াইগ্রামের বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মহিলা অনার্স কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণ ও প্রতারণা করে প্রায় চার লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ধর্ষক ও প্রতারক ফজলকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আহম্মেদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিকে তার তিন সহযোগীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন ধর্ষিতার পরিবারের সদস্যরা। বনপাড়া উপজেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওই ছাত্রীসহ তার বড় বোন কাজলী রানী সরকার ও ছোট ভাই অশোক কুমার সরকার। সংবাদ সম্মেলনে কাজলী লিখিত বক্তব্যে বলেন, গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামের তোতা মিয়ার ছেলে ফজল আমের ব্যবসায়ী হওয়ায় তাদের বাড়ির পাশের একটি আমবাগান লিজ নেয়। এ সুবাদে সে তাদের বাড়িতে আসা-যাওয়া করত। পিতৃহীন পরিবারের অসহায়ত্বের সুযোগে ছোট বোন মিরা রানী সরকারকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফজল প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। ধর্মীয় বাধা ও ঘরে স্ত্রীসহ দুই সন্তান থাকার পরও ফজলের কুদৃষ্টি থেকে রেহাই পায়নি তার বোন। শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে লঞ্চ স্পিডবোট চলাচল শুরু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে লঞ্চ, স্পিডবোট চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল করছে ১৩টি। দু’পারে প্রায় তিন শ’ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বুধবার দিনভর সীমিত ফেরি চলাচল করলেও রাত ৮টা থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় বিআইডব্লিটিএ। তবে প্রায় পৌনে তিন ঘণ্টা পর বুধবার রাত পৌনে ১১টায় আবার সীমিত আকারে চালু হয়। তবে বন্ধ রাখা হয় ডাম্প ও মিডিয়াম ফেরি। বৃহস্পতিবার সকালে ১৭টি ফেরির মধ্যে ডাম্প ফেরিসহ ১৩টি ফেরি চলাচল করছে। বুধবার সকাল থেকে প্রচ- বাতাসের কারণে এই রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। স্কুলছাত্রী তিশার মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নগরীর আম্বরখানা গার্লস স্বুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থী সানজিদা খানম তিশার অকাল মৃত্যুতে বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক শোক সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র শিক্ষক আবুল কালামের পরিচালনায় এ শোক সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ। তিনি বলেন, তিশার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের বিপোর্ট অনুযায়ী যদি ঐ শিক্ষার্থী আত্মহত্যা করে থাকে তবে কেন, কোন কারণে সে আত্মহত্যা করল তার সঠিক কারণ উদ্ঘাটন করা প্রয়োজন। উল্লেখ্য, গত ১৬ আগস্ট নগরীর সুবিদবাজার এলাকায় বাসার ছাদ থেকে পড়ে তিশার মৃত্যু ঘটলে এনিয়ে ধূম্র্রজাল সৃষ্টি হয়। বিধবা ও শিক্ষার্থীর আত্মহত্যা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে বিষপানে এক বিধবা ও দুপুরে নিজ ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে এ ছাত্রী আত্মহত্যা করে। পুলিশ দু’টি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জানা যায়, উপজেলার বয়রাগাদি ইউনিয়নের বাহেরঘাটা গ্রামে বৃহস্পতিবার ভোরে মনোয়ারা বেগম ময়না (৬০) নামে এক বিধবা বিষপানে আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ছেলে ও পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে বিষপানে আত্মহত্যার পথ বেছে নেয় বিধবা। সে ওই গ্রামের প্রয়াত মালেক বেপারির স্ত্রী। অপরদিকে একই দিন দুপুরে উপজেলার জৈনাসর ইউনিয়নের জৈনসার গ্রামের আনোয়ার হেসেনের মেয়ে স্কুলছাত্রী তিন্নি আক্তার (১৮) নিজ গৃহের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। দ্বিতীয় বিয়ে, স্বামীর জেল স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার দায়ে হারুন-অর-রশীদ নামে এক ব্যক্তিকে এক বছর কারাদ- ও অর্থদ- দিয়েছেন আদালত। তিনি অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের আতিয়ার রহমানের ছেলে। বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাবীন নিম্মী এ রায় দেন। জানা গেছে, ২০০৯ সালের ৩১ জুলাই আসামি রশীদ গুয়াখোলা গ্রামের হারুন-অর-রশীদ চাকলাদারের মেয়ে রুমি খাতুনকে বিয়ে করেন। বিয়ের কয়েকদিন পর আসামি বিদেশে যাওয়ার কথা বলে দেড় লাখ টাকা যৌতুক নেন। এরপর আসামি আরও যৌতুক দাবি করে রুমির উপর নির্যাতন করতেন। একপর্যায়ে রুমিকে কন্যা সন্তানসহ বাড়ি থেকে তাড়িয়ে দেন তার স্বামী। এরপর রুমি জানতে পারেন তার স্বামী ২০১৩ সালের ১ মার্চ বুইকারা গ্রামের মাহমুদা বেগমকে দ্বিতীয় বিয়ে করেছে। ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্রকে অপহরণ স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় এক কলেজছাত্রকে অপহরণ করে তিন লাখ টাকা মক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। পৌর এলাকার কালাইশ্রীপাড়ার ৪নং ব্লক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এ বিষয়ে সদর মডেল থানায় একটি জিডি করেছেন। তিনি অভিযোগ করেন, বুধবার সন্ধ্যায় তার বিরাসারের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তার ছেলে হৃদয় ফুলবাড়িয়ার বাসায় ফেরার পথে অপহরণ হয় বলে রাত ৮টায় মোবাইলে ফোন করে তাকে তিন লাখ টাকা মুক্তিপণ দেয়ার জন্য বলা হয়। অপহৃত কলেজছাত্র মনিরুজ্জামান হৃদয় ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। সৈয়দপুরে অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে অগ্নিকা-ের ঘটনায় একটি পরিবারের সবকিছু পুড়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে তোকদারপাড়া গ্রামের কৃষক কোব্বাত আলীর বাসায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে তার তিনটি ঘর ও ঘরে থাকা সবকিছু পুড়ে যায়। অস্ত্র ও মাদকসহ আটক ২৪ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বৃহস্পতিবার ভোরে ঈশ্বরদীর বিভিন্ন এলাকা থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ সিদ্দিকুর রহমান, দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্বাস উদ্দিন, ছয় মাসের সাজাপ্রাপ্ত আশরাফুল আলমসহ ২০ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ আরও ৪ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
×