ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জামায়াত দেশের শত্রু, এদের সঙ্গে ঐক্য নয় ॥ মুহিত

প্রকাশিত: ০৬:০৯, ১০ জুলাই ২০১৬

জামায়াত দেশের শত্রু, এদের সঙ্গে ঐক্য নয় ॥ মুহিত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, তিনি এতদিন পরে ঐক্যের কথা বলে ভাল কাজ করেছেন। তবে ঐক্যের জন্য বিএনপিকে জামায়াতে ইসলাম ছাড়তে হবে। জামায়াতের সঙ্গে কোন ধরনের সংলাপ বা ঐক্যের প্রশ্নই ওঠে না। এরা জাতির শত্রু, এদের সঙ্গে কোন আলোচনা নয়। সিলেটের শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত শেষে বিশ^ মুসলিমের শান্তি কামনা করে মোনাজাত শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থমন্ত্রী আরও বলেন, যারা গুলশানে হত্যাকা- ঘটিয়েছে তারা বিপথগামী। পিতা-মাতার সান্নিধ্যহীন সন্তান বিপথগামী হতে পারে। তিনি বলেন, পিতা-মাতা ও স্বজনদের উচিত সব সময় সন্তানদের দিকে খেয়াল রাখা, তাদের স্নেহ-মমতা দিয়ে সব সময় পাশে রাখা। পাশাপাশি অর্থমন্ত্রী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সকাল সাড়ে আটটায় নগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়।
×