ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে কিশোরকে আটকে রেখে রাতভর নির্যাতন

প্রকাশিত: ০৪:১৯, ২২ জুন ২০১৬

রূপগঞ্জে কিশোরকে আটকে রেখে রাতভর নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২১ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে সাইফুল ইসলাম (১৬) নামে এক কিশোরকে রাতভর আটকে রেখে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতিত সাইফুল ইসলাম মাছিমপুর এলাকার আলী হোসেনের ছেলে। সাইফুল ইসলামের মা শাহনাজ বেগম জানান, সোমবার রাতে পূর্বশত্রুতার জের ধরে মাছিমপুর এলাকার জজ মিয়ার বাড়ির সামনে থেকে পরিকল্পিতভাবে সাইফুল ইসলামকে রাস্তায় একা পেয়ে হালিম, মোবারক, শফিকুল ইসলাম, ইউনুস, ফজলুসহ আরও অজ্ঞাত ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাইফুলের পথরোধ করে। কিছু বুঝে উঠার আগেই সাইফুল ইসলামের চোখ মুখ বেঁধে মীরগদাই সাকিনস্থ কবরস্থানের কাঠ বাগানের নির্জন স্থানে নিয়ে যায়। সাইফুল ইসলামকে হত্যার উদ্দেশে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে সন্ত্রাসী হালিম ও শফিকুল আলম তাদের হাতে থাকা রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে ও পায়ের হাঁটুতে পেরেক ঢুকিয়ে রক্তাক্ত জখম করে। এছাড়া সন্ত্রাসী হালিম তার হাতে থাকা জলন্ত সিগারেট দিয়ে সাইফুল ইসলামের সারা শরীরে আগুনের ছেঁকা দেয়। সাইফুল ইসলামকে মৃত ভেবে সন্ত্রাসীরা চলে যায়। স্থানীয় লোকজন তার গোংরানোর শব্দ শুনে সাইফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চট্টগ্রামে তিন খুন ॥ দুই মামলা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীতে ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক হত্যা ও দু’পক্ষের মারামারিতে দুই যুবক নিহতের ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে। সিএমপির ডবলমুরিং ও পাঁচলাইশ থানায় মামলা দুটি দায়ের হয়। সোমবার রাতে হামজারবাগ ও পোস্তারপাড় এলাকায় পৃথক এ দুটি ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, রাত সাড়ে ৯টার দিকে হামজারবাগ এলাকায় দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় ছোরার আঘাতে খুন হয় ইয়াসিন (১৭) ও কাওসার (১৮) নামের দুই যুবক। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আর এর আগে সন্ধ্যায় ডবলমুরিং থানার পোস্তারপাড় এলাকায় সোমবার খুন হন পোশাককর্মী বদিউজ্জামান সাগর। পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার এ জোড়া খুনের মামলা দায়ের করেছেন নিহত ইয়াসিনের পিতা জহির উদ্দিন। এতে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়। যে চারজনের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন সজিব, সাগর, মহররম ও ফারুক হোসেন। ঘটনার পর রাতেই পুলিশ তাদের গ্রেফতার করে। অপরদিকে, ডবলমুরিং থানার পোস্তারপাড় এলাকায় পোশাক কর্মী বদিউজ্জামান সাগর হত্যার ঘটনায় মামলা দায়ের করেছেন তার পিতা বাবু মিয়া। এ মামলায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
×