ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে মার্কেটমুখী মানুষ ॥ তীব্র যানজট

প্রকাশিত: ০৪:১১, ২০ জুন ২০১৬

রাজশাহীতে মার্কেটমুখী মানুষ ॥ তীব্র যানজট

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ প্রায় মধ্য রমজানে এসে রাজশাহীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে মানুষ মার্কেটমুখী হওয়ায় নগরজুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। একসঙ্গে সবাই মার্কেটমুখী হওয়ায় যানজট নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। এদিকে ঈদের কেনাকাটা নির্বিঘœ করতে রোজার শুরু থেকেই নগরীর ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হলেও যানজট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর মধ্যে নগরীর হোটেল লাইস এলাকার বড় রাস্তায় ইউটার্ন বন্ধ করে দেয়া হয়েছে। নগরীর সাহেববাজার ও নিউমার্কেট এলাকায় গাড়ি পার্কিংও নিষিদ্ধ করা হয়ছে। ফুটপাথ দখলমুক্ত করতে প্রায়ই চলছে অভিযান। তবুও মুক্ত করা যাচ্ছে না ফুটপাথ। উচ্ছেদের পরপরই আবারও দখল হয়ে যাচ্ছে বিভিন্ন এলাকার ফুটপাথগুলো। ফলে এ নিয়ে কাজে আসছে না নগর পুলিশের উদ্যোগ। উল্টো বিভিন্ন পয়েন্টে বেড়ে গেছে যানজট। বিশেষ করে আলুপট্টি থেকে মনিচত্বর এবং জিরোপয়েন্ট থেকে কাদিরগঞ্জ হয়ে উপশহর সড়কে চলাচলকারীরা সকাল থেকেই দুর্ভোগের মধ্যে পড়েন। এদিকে ‘রিক্সানগরী’ হিসেবে খ্যাত রাজশাহীতে পাঁচ বছর আগেও শুধু রিক্সাই ছিল চলাচলের মূল বাহন। এরপর বাড়তে থাকে প্রাইভেট গাড়ির সংখ্যা। সর্বশেষ যুক্ত হয়েছে ব্যাটারিচালিত অটোরিক্সা। এরই মধ্যে নগরীতে অনেক আধুনিক মার্কেট ও বিপণিবিতান গড়ে উঠেছে। কিন্তু সেগুলোতে গাড়ি পার্কিংয়ের কোন ব্যবস্থা নেই। বিভিন্ন মার্কেটের সামনে রাস্তার উপরেই বিশৃঙ্খলভাবে জিপ, কারসহ অন্যান্য যানবাহন পার্কিং করা হচ্ছে। যেখানে সেখানে যানবাহন রাখায় যানজট সব সময় লেগেই থাকছে।
×