ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে ॥ শ্রিংলা

প্রকাশিত: ০৬:৪১, ২১ মে ২০১৬

ভারত সবসময়  বাংলাদেশের পাশে থাকবে ॥ শ্রিংলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের মডেল। ভারত সব সময়ই বাংলাদেশের পাশে আছে এবং থাকবে। বিদ্যুৎসহ নানা খাতে ভারত বাংলাদেশে বিনিয়োগসহ সর্বক্ষেত্রে সহযোগিতা দিয়ে যাবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতের রাষ্ট্রদূত উপরোক্ত কথাগুলো বলেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকা-েরও ভূয়সী প্রশংসা করে মেয়রের নেতৃত্বে এটি বিশ্বমানের একটি নগরীতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, ভারতীয় হাইকমিশনার বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় মেয়র আ জ ম নাছির উদ্দিন ভারতকে বাংলাদেশের দুঃসময়ের বন্ধু হিসেবে আখ্যায়িত করেন।
×