ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৪৬, ২২ এপ্রিল ২০১৬

ঝলক

৭২ ঘণ্টার সিনেমা! সাত ঘণ্টার ট্রেলার শুনেছেন কখনও? ভাবছেন, ট্রেলার যদি হয় সাত ঘণ্টা তাহলে সিনেমাটি কয় ঘণ্টা! ঠিক ধরেছেন, বিশাল লম্বা এ ছবি আপনি কখনই এক বৈঠকে শেষ করতে পারবেন না। কেননা গোটা ছবি শেষ করতে ৩০ দিন লাগবে। এটি বিশ্বের দীর্ঘতম সিনেমা। অত বড় ছবি দেখতে চাচ্ছেন না। তাহলে এক কাজ করুন, ‘এ্যামবিয়ান্স’ সিনেমাটি দেখার প্রস্তুতি নিন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্রটি বানিয়েছেন সুইডিশ পরিচালক অন্ডার্স ওয়েবার্গ। তিনি পরীক্ষামূলকভাবে তৈরি করছেন ‘এ্যামবিয়ান্স’। সম্প্রতি তিনি ওই ছবির ৭২ মিনিটের ট্রেলার প্রকাশ করেছেন। ছবিটি দেখার জন্য আপনাকে ৭২ ঘণ্টা বা তিন দিন সময় বের করতে হবে। ২০১৮ সাল নাগাদ ছবিটি মুক্তি পাওয়ার কথা। এখনই ক্যালেন্ডারে দাগ কেটে রাখতে পারেন। বিমূর্ত সিনেমাটিতে মাত্র দু’জন পারফর্মার রয়েছে। দুজনার কথোপকথন নিয়েই তৈরি হয়েছে ‘এ্যামবিয়ান্স’। পরাবাস্তব ধাঁচের এ ছবির কোন দৃশ্যই কর্তন করা হয়নি।
×