ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চুয়েটে অচলাবস্থা ॥ ভিসি ১০ দিন সময় চেয়েছেন

প্রকাশিত: ০৪:১০, ৬ এপ্রিল ২০১৬

চুয়েটে অচলাবস্থা ॥ ভিসি ১০ দিন সময় চেয়েছেন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে মঙ্গলবারও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোন ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় টানা পঞ্চম দিনের আন্দোলনে চুয়েটের একাডেমিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে ১০ দিন সময় চেয়েছে। চুয়েট সূত্রে জানা গেছে, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর এলাকায় জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। দুপুর ১২টা পর্যন্ত তারা সেখানে অবস্থান কর্মসূচী পালন করে। ৯ দফা দাবিতে বিভিন্ন সেøাগান দেয়। সাড়ে ১২টার দিকে চুয়েট উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। উপাচার্য ৮ দফা দাবি মেনে নিতে ১০ দিন সময় চেয়েছেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দাবি বাস্তবায়নে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করছি। শীঘ্রই এ সমস্যার সমাধান হবে। তবে এর জন্য কিছুটা সময়ের প্রয়োজন। তবে আন্দোলননকারীরা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবে। লাখ টাকা জরিমানা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৫ এপ্রিল ॥ বাগাতিপাড়ায় ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে আইসক্রিম ফ্যাক্টারিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার জিগরী বাজারের উজ্জ্বল আইসক্রিম ফ্যাক্টারিকে এই জরিমানা করা হয়। র‌্যাব-৫ এর বাগমারা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি অলোক বিশ্বাস ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ আহমেদ জানান, উজ্জ্বল আইসক্রিম ফ্যাক্টারিতে ভেজাল ও নিম্নমানের আইসক্রিম তৈরি ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অনুদানের চেক প্রদান স্টাফ রিপোর্টার, ঈশ^রদী ॥ নিউএরা ফাউন্ডেশনের সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মরহুম এবাদত হোসেনের স্ত্রীর হাতে মঙ্গলবার দুপুরে ৮০ হাজার টাকার অনুদান চেক তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস। শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফৌজিয়া মঞ্জুর, পৌরসভার কাউন্সিলর আবুল হাসেম ও ব্যবসায়ী আবু সাঈদ। সুচিত্রা সেনের জন্মদিন আজ কৃষ্ণ ভৌমিক, পাবনা ॥ বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের ৮৫তম জন্মদিন আজ। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং পাবনা জেলা প্রশাসন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব, সেমিনার, আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সুচিত্রা সেনের হেমসাগর লেনের পৈত্রিক বাড়িতে আজ বুধবার সকালে কেক কেটে জন্মদিনের সুচনা করা হবে। এরপর সেখান থেকে বর্ণাট্য র‌্যালি বের হবে।
×