ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খালেদাও বিএনপির রাজনীতি কঠিন করে দিয়েছেন ॥ ওমর ফারুক চৌধুরী

প্রকাশিত: ০৬:১০, ৩ এপ্রিল ২০১৬

খালেদাও বিএনপির রাজনীতি কঠিন করে দিয়েছেন ॥ ওমর ফারুক চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, বাংলাদেশের অপরাজনীতির মস্তিষ্ক হচ্ছে জেনারেল জিয়া, আর হৃৎপি- হচ্ছেন জেনারেল এরশাদ। আজ জিয়ার মতোই বিএনপির রাজনীতি ‘ডিফিকাল্ট’ (কঠিন) করে দিয়েছেন তারই স্ত্রী খালেদা জিয়া। আজ সে কারণেই সম্পূর্ণ জনবিচ্ছিন্ন বিএনপি সামান্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাকা দিয়েও প্রার্থী খুঁজে পায় না। শনিবার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের আওতাধীন ১৩ নম্বর ওয়ার্ডের (পল্টন) ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্বিতীয় অধিবেশনে একাধিক প্রার্থী না থাকায় সাহাবুদ্দিন আহমেদ দুলালকে সভাপতি ও আকবর হোসেনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিলের উদ্বোধন করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট। সাহাবুদ্দিন আহমেদ দুলালের সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কাউন্সিলর মোস্তফা জামান পপি, আকবর হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক চৌধুরী আরও বলেন, ’৭৫-এর আগ পর্যন্ত দেশে রাজনীতি ছিল। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান দেশে অপরাজনীতি চালু করেন। রাজনীতিবিদদের রাজনীতি করা ডিফিকাল্ট (কঠিন) করতে গিয়ে সকল পেশার মধ্যে রাজনীতিজীবী তৈরি করেন। জেনারেল জিয়া সৎ মানুষের রাজনীতি করা কঠিন করেন আর সভ্য সমাজে সৎভাবে থাকা ডিফিকাল্ট করেন। সন্ত্রাস-জঙ্গীবাদ-অপরাজনীতি আমদানি করেন। তিনি বলেন, স্বামীর পদাঙ্ক অনুসরণ করেই খালেদা জিয়া বিএনপিতে যে কয়েকজনই একটু ভাল রাজনীতিবিদ ছিলেন, তাদের রাজনীতিকেও ডিফিকাল্ট করে দিয়েছেন। এ দলটিতে আর কোন ভাল মানুষের রাজনীতি নেই। সন্ত্রাস-জঙ্গী-খুনী-দুর্নীতিবাজদের নিয়ে পথ চলা এ দলটি এখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেদিন আর বেশিদূরে নয়, বিএনপিও একদিন মুসলিম লীগের মতো দেশ থেকে হারিয়ে যাবে।
×