ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চালক, যুবক ও স্ত্রীকে হত্যা

কিশোর, যুবক ও গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:০৪, ৫ মার্চ ২০১৬

 কিশোর, যুবক ও গৃহবধূর লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ শেরপুরে যুবককে গলা কেটে, ঠাকুরগাঁওয়ে স্বামীর হাতে স্ত্রী, ময়মনসিংহে চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে কিশোরের, ঝিনাইদহে যুবকের ও বোয়ালমারীতে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- শেরপুর ॥ জেলায় সেচ পাম্পঘরে উসমান আলী (২৩) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৪ মার্চ শুক্রবার ভোরে সদর উপজেলার হেরুয়া বালুঘাট এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত উসমান স্থানীয় মৃত আব্দুল জুব্বার আহালুর ছেলে। শুক্রবার বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে উসমান আলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই ঘটনায় নিহতের ভগ্নিপতি দুলাল হোসেন কালাম বাদী হয়ে প্রতিপক্ষ সৈয়দ জামাল (৬০) সহ ৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঠাকুরগাঁও ॥ রানীশংকৈলে পারিবারিক কলহের জেরে শুক্রবার স্বামীর হাতে সুহাগী (৩০) নামে এক গৃহবধূ খুন হয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শুক্রবার সকালে পারিবারিক কলহের জেরে রানীশংকৈল উপজেলার উমরাডাঙ্গী গ্রামের কুসুমউদ্দীন টিউবওয়েলের হাতল দিয়ে তার স্ত্রী, ৩ সন্তানের জননী সুহাগীর মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু কোলে ঢলে পড়েন ওই গৃহবধূ। এ ঘটনার পর পালিয়ে যায় ঘাতক স্বামী। ময়মনসিংহ ॥ নান্দাইলে শরীফ মিয়া(৩৫) নামে এক হোন্ডা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে ভাড়া নিয়ে শরীফ নান্দাইল সদর থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার পর নিখোঁজ ছিল। পরে শুক্রবার ভোরের দিকে দেওয়ানগঞ্জ সড়কের হালিউড়া নামকস্থানে শরীফের গলাকাটা লাশ পাওয়া যায়। লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে প্রবাসী শাহেদের উঠান থেকে ফারুক হোসেনের (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত ফারুক হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পরাশগঞ্জ গ্রামের কারিমুল হকের ছেলে। সে দীর্ঘ ৮ বছর ধরে পার্শ্ববর্তী বিনোদধর্মপুর গ্রামের প্রবাসী শাহেদ আলমের বাড়িতে কাজ করত। প্রবাসী শাহেদ আলমের স্ত্রী আফরোজা বেগম বলেন, ফারুক দীর্ঘ ৮বছর ধরে তাদের বাড়িতে কাজ করে আসছে। বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে সে ঘর থেকে বের হয়ে আর ফিরেনি। সকালে উঠানে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। এ সময় মৃতদেহের পাশে বিষের বোতল ও ইঁদুর মারার ওষুধের প্যাকেট পাওয়া গেছে। ঝিনাইদহ ॥ হরিণাকুন্ডু থেকে শিবির নেতা জসিম উদ্দিনের (২৫) গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হিঙ্গারপাড়া গ্রামের শোষপাড়া মাঠ থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। তার দুই হাত পিছমোড়া করে বাঁধাসহ চোখ ও মুখ বাঁধা ছিল। নিহত জসিম উদ্দিন ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামের খলিলুর রহমান ম-লের ছেলে। সে গান্না ইউনিয়ন শিবিরের সভাপতি ছিল। ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, গত ৭ জানুয়ারি ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেলেখাল বাজারে হোমিও চিকিৎসক ছমির উদ্দিন (৬৫) দুর্বৃত্তদের হাতে খুন হন। তিনি কালুহাটি গ্রামের সুরোত আলী ম-লের ছেলে। এ হত্যাকা-ের পর থেকে শিবির নেতা জসিম উদ্দিন পলাতক ছিলেন। তার নামে সদর থানায় ৫টি নাশকতার মামলা রয়েছে। বোয়ালমারী ॥ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে পার্টেক্স জুটমিল সংলগ্ন মুসুরির ক্ষেত থেকে শুক্রবার সকাল সাড়ে নয়টায় চায়না বেগম (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। চায়না বেগম ও তার স্বামী সুমন শেখ ডোবরা গ্রামে অবস্থিত পার্টেক্স জুটমিলের শ্রমিক। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামে। গত তিন মাস ধরে স্বামী-স্ত্রী পার্টেক্স জুটমিলে শ্রমিকের চাকরি নেয়ার পরে ওই এলাকার ছত্তার শেখের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
×