ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ওয়ান ইলেভেনের চক্রান্তকারীদের ক্ষমা নয় ॥ নাসিম

প্রকাশিত: ০৮:৫৮, ১ মার্চ ২০১৬

ওয়ান ইলেভেনের চক্রান্তকারীদের ক্ষমা নয় ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একাত্তর ও পঁচাত্তরের ঘাতকদের মতো ওয়ান ইলেভেনের চক্রান্তকারীদেরও বাংলাদেশের জনগণ কোন দিন ক্ষমা করবে না, ক্ষমা করতে পারে না। তাই পৃথক তদন্ত কমিশন গঠন করে ১/১১ পরবর্তী সময়ের চক্রান্তকারীদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ক্ষমা করতে জানে। কিন্তু ওয়ান ইলেভেনের সময় যারা মিথ্যা সংবাদ ছাপিয়ে শেখ হাসিনাকে গ্রেফতার করিয়েছিলেন এবং রাজনীতি থেকে সরিয়ে দিতে চেয়েছিলেনÑ তাদের ক্ষমা হতে পারে না। সোমবার রাজধানীর গুলিস্তানে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের ২৮ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা এমপি প্রমুখ।
×