ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পাঁচ লাশ উদ্ধার

ছেলের হাতে বাবা খুন

প্রকাশিত: ০৪:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

ছেলের হাতে বাবা খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ দামুড়হুদায় ছেলের অস্ত্রের আঘাতে বাবা খুন হয়েছেন। এছাড়া রাজবাড়ী ও বাগেরহাটে তিন গৃহবধূ, রাজশাহীতে দিনমজুর ও দাউদকান্দিতে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। দামুড়হুদা, চুয়াডাঙ্গা ॥ দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামে ছেলের ধারালো অস্ত্রাঘাতে বাবা নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, ফসলের ভাগ নিয়ে কানাইডাঙ্গা গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে নজরুল মল্লিকের সঙ্গে তার একমাত্র ছেলে জাহিদুলের গত কয়েক দিন ধরে বাগ্বিত-া চলে আসছিল। পিতা-পুত্রের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ছেলে জাহিদুল ক্ষিপ্ত হয়ে তার পিতাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পিতার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ঘাতক ছেলে জাহিদুল পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার সময় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। রাজবাড়ী ॥ সোমবার সকালে রাজবাড়ী পুলিশ দুই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মাইটকোড়া গ্রাম থেকে গৃহবধূ সাবিনা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। তিনি একই গ্রামের ওয়াসিম ম-লের স্ত্রী। জানা যায়, আট বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে সাত বছরের একটি ছেলে রয়েছে। জানা গেছে, রবিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের একপর্যায়ে স্বামী ওয়াসিম তার স্ত্রী সাবিনাকে মারধর করে, তবে মৃত্যুটি রহস্যজনক। অপরদিকে পুলিশ একই উপজেলার খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে খোদেজা বেগম নামের অপর এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি একই গ্রামের কোরবান আলী শেখের স্ত্রী। বাগেরহাট ॥ ফকিরহাটে বিশ্বরোড এলাকায় পরিত্যক্ত অবস্থায় সোমবার সকালে খাদিজা নামের এক তরুণী গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার পাইকপাড়া গ্রামের আলামিনের স্ত্রী। পুলিশ জানায়, ওই দিন সকালে খবর পেয়ে সড়কের পাশ থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চত করে কিছুই বলতে পারেনি। রাজশাহী ॥ তানোরে নিখোঁজের একদিন পর আরশাদ আলী বিজন নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে তানোর থানা পুলিশের একটি দল উপজেলার গাল্লা এলাকার খাড়ি থেকে তার লাশ উদ্ধার করে। নিহত আরশাদ আলী বিজন উপজেলার গাল্লা গ্রামের আব্দুর রহিমের ছেলে। পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের ওই খাড়িতে অন্যের জমিতে কাজ করতে গিয়েছিলেন তিনি। রাতে তিনি বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। দাউদকান্দি ॥ নিখোঁজ হওয়ার দুই দিন পর সোহেল সরকার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গলিয়ারচর গ্রামের নুরুল ইসলাম সরকারের পুত্র। সোমবার বিকেলে বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয় ওই যুককের লাশ। গৌরীপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক তপন কুমার বাগচী জানান, রবিবার রাতে নিহতের পরিবার থেকে দাউদকান্দি মডেল থানায় একটি নিখোঁজের ডায়েরি করা হয়।
×