ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের লক্ষ্য জয়, প্রতিপক্ষ নামিবিয়া

প্রকাশিত: ০৫:৩৫, ২ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশের লক্ষ্য জয়, প্রতিপক্ষ নামিবিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ অনুর্ধ ১৯ বিশ্বকাপে এবার শুরুটা দারুণ হয়েছে। টানা দুই ম্যাচ জিতে আগেভাগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনুর্ধ ১৯ ক্রিকেট দল। তবে এবার গ্রুপ সেরা হওয়ার লড়াই। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ নামিবিয়া অনুর্ধ ১৯। তারাও টানা দুই ম্যাচ জিতে সুপার লীগে পা দিয়েছে। বিজয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ‘ডি’ গ্রুপ রানার্সআপ নেপালকে পাবে কোয়ার্টারের প্রতিপক্ষ হিসেবে। হারলেই কোয়ার্টার খেলতে হবে শক্তিধর ভারত অনুর্ধ ১৯ দলের বিপক্ষে। তবে সুপার লীগে প্রতিপক্ষ কে হবে সেটা নিয়ে মাথা ঘামাচ্ছে না বাংলাদেশ যুবারা। আরেকটি জয় পেতেই উন্মুখ সবাই। সোমবার ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টারে পা রেখেছে ভারত। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নেপালকে ৭ উইকেটে হারিয়েছে তারা। দিনের অপর দুই ম্যাচে সুপারলীগে উঠতে ব্যর্থ হওয়া দুই দল নিউজিল্যান্ড ও আফগানিস্তান শেষ গ্রুপ ম্যাচে সান্ত¡নার জয় পেয়েছে। সোমবার শেষ গ্রুপ ম্যাচে মিরপুর শেরেবাংলায় মুখোমুখি হয় ভারত-নেপাল। গ্রুপ সেরা হওয়ার এ লড়াইয়ে অবশ্য আগের দুই ম্যাচের চমকটা দেখাতে পারেনি নেপাল। কুয়াশার কারণে বিলম্বে শুরু হওয়া ম্যাচটি ৪৮ ওভারে কমিয়ে নেয়া হয়। নেপাল আগে ব্যাট করে ৮ উইকেটে মাত্র ১৬৯ রান করে। ওপেনার সন্দ্বীপ সুনার দারুণ ব্যাটিং উপহার দিয়ে ৭৩ বলে ৪ চারে সর্বোচ্চ ৩৭ রান করেন। ডানহাতি পেসার আবেশ খান ৩ এবং ডানহাতি অর্থোডক্স মায়াঙ্ক ড্যাগার ও ওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট নেন। জবাবে মাত্র ১৮.১ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে য়ায় ভারত। ওপেনার ঋষভ প্যান্ট মাত্র ১৮ বলে ৫০ রান করে যুব ক্রিকেটের দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন। তিনি ২৪ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৭৮ রান করে বিদায় নেন। আরেক ওপেনার ঈশান কিষাণ ৫২ রান করেন। সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার লীগে পা রাখে ভারত। ফতুল্লায় শেষ ম্যাচে সান্ত¡নার জয় পেয়েছে নিউজিল্যান্ড। প্রথম ব্যাট করে আয়ারল্যান্ড ৪৭.৫ ওভারে ২১২ রানে গুটিয়ে যায়। ওপেনার জ্যাক টেক্টর ৮৩ বলে ৬ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৬ এবং এ্যাডাম ডেনিসন ৪৬ ও গ্যারি ম্যাকক্লিন্টক ৩৪ রান করেন। তিনটি করে উইকেট নেন রাঁচি রবীন্দ্র ও জশ ফিনি। জবাবে ৪০.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৩ রান তুলে প্রথম জয় পায় নিউজিল্যান্ড। ফিন এ্যালেন ৩ রানের জন্য শতক হাতছাড়া করেন। তিনি ৭৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৯৭ রান করে সাজঘরে ফেরেন। ডেল ফিলিপস ৬৬ বলে ৭ চারে ৫৮ রান করেন। অপর ম্যাচে সিলেটে সান্ত¡নার জয় পায় আফগান যুবারাও। তারা ৪ উইকেটে হারিয়ে দেয় কানাডাকে। ৫০ ওভারে মাত্র ১৪৭ রানে গুটিয়ে গিয়েছিল কানাডা। ২৪.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলে জয় পায় আফগানিস্তান। বাংলাদেশ দলের লক্ষ্য আজ জয় তুলে নেয়া। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে অপেক্ষাকৃত দুর্বল নেপালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে। কিন্তু হারলেই গ্রুপ রানার্সআপ হিসেবে শক্তিশালী ভারতের মুখোমুখি হতে হবে। কিন্তু প্রতিপক্ষ নিয়ে মোটেও ভাবছে না বাংলাদেশ। দলের স্পিনার সালেহ আহমেদ শাওন বলেছেন, ‘বিশ্বকাপ খেলছি এমন কোন চিন্তা নেই। প্রতিপক্ষ নিয়েও ভাবছি না। আমরা এটিকে দ্বিপাক্ষিক সিরিজ হিসেবেই দেখছি এবং আমরা সব ম্যাচ জিততে চাই।’ তবে নামিবিয়াও চাইবে নেপালকে পেতে, তাই তাদেরও লক্ষ্য গ্রুপ সেরা হওয়া।
×