ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ কর্মী খুন ॥ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০৫:৩৭, ২১ জানুয়ারি ২০১৬

ছাত্রলীগ কর্মী খুন ॥ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে কাজী হাবিবুর রহমান নামের এ কর্মী প্রতিপক্ষের হামলায় নিহত হন। এর আগে দুপুরে ইউনিভার্সিটি গেটের সামনে ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে তার ওপর হামলা চালায় নিজ দলের নেতাকর্মীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। নিহত হাবিব কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীঘাট গ্রামের কাজী সিদ্দিকুর রহমানের ছেলে ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সে সিলেটের কানিশাইল এলাকায় একটি মেসে থেকে লেখাপড়া করত এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। নিহত ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান হাবিবের ময়নাতদন্ত শেষে তার মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন করা হয়।
×