ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একচল্লিশে পা

প্রকাশিত: ০৪:১২, ১১ জানুয়ারি ২০১৬

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একচল্লিশে পা

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১০ জানুয়ারি ॥ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলায় ৪০ বছরে শিক্ষা, কৃষি, যোগাযোগসহ বিভিন্ন সেক্টরে ১২০০ কোটি টাকা ব্যয়ে চার হাজার আটশ’ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। বোর্ড পার্বত্যাঞ্চলের সকল সম্প্রদায়ের উন্নয়নে মূল্যবান ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি এই প্রতিষ্ঠানের মাধ্যমে আবাসিক বিদ্যালয়ের মাধ্যমে অনগ্রসর ক্ষদ্র নৃ-জনগোষ্ঠীর সন্তানদের লেখাপাড়ার সুযোগ সৃষ্টি করা হচ্ছে। ১৯৭৬ সাল বোর্ড প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত অনগ্রসর পাহাড়ের উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী ১৪ জানুয়ারি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে রবিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ সংবাদ সম্মেলনে উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তব্য উপস্থাপন করেন। বোর্ডের সদস্য সচিব নূরুল আলম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
×