ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সাড়ে ১৪ কেজি সোনা উদ্ধার ঘটনায় আটক রনি দুদিনের রিমান্ডে

প্রকাশিত: ০৮:৪৫, ৮ জানুয়ারি ২০১৬

সাড়ে ১৪ কেজি সোনা উদ্ধার ঘটনায় আটক রনি দুদিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ১৪ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় প্রধান চোরাকারবারি মোঃ মাহমুদুল হাসান রনির দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে ওই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) সিনিয়র সহকারী কমিশনার (উত্তর) মঞ্জুর মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত রনি ওই স্বর্ণগুলোর মালিক। তিনি জানান, বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ১৪ কেজি স্বর্ণসহ দুই নারী ও দুই পুরুষকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দেয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মামলার অধিকতর তদন্তের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়। ডিবির সিনিয়র সহকারী কমিশনার মঞ্জুর মোর্শেদ জানান, পরে গ্রেফতারকৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক টেকনিশিয়ান আব্দুস সাত্তারের নামে সম্পৃক্ততার কথা উঠে আসে। পরে টেকনিশিয়ান সাত্তারকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়। এ সময় আব্দুস সাত্তারকে জিজ্ঞাসাবাদে রনির নাম জানা যায়। এরপরই রনিকে বনশ্রী থেকে গ্রেফতার করা হয়।
×