ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

এম হান্নানকে সেফহোমে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০০:৩৭, ২০ অক্টোবর ২০১৫

এম হান্নানকে সেফহোমে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পাটির সংসদ সদস্য এম এ হান্নানকে তদন্ত সংস্থার অধিকতর জ্জ্হিাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের গুরুত্তপুর্ন তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। গত ১৪ অক্টোবর চেযারম্যাৃন বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রদান করেনে। তদন্ত সংস্থা সুত্রে জানা যাায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর মুন্সীপাড়া এলাকার শহীদজায়া রহিমা খাতুন মামলায় অভিযোগ করেন, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীকে সক্রিয় সহায়তার লক্ষ্যে এম এ হান্নান ময়মনসিংহ জেলা শান্তি কমিটি গঠন করে এর সাধারণ সম্পাদক হন। ফকরুজ্জামান ও গোলাম রব্বানি আলবদর বাহিনীর সশস্ত্র সদস্য হিসেবে হান্নানের সহযোগী ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে আসামিরা শহরের নতুন বাজারে অবস্থিত এম এ হান্নানের নিজ বাসভবন, জেলা পরিষদ ডাকবাংলো টর্চার সেলের দায়িত্বে থেকে মুক্তিকামী সাধারণ নিরীহ মানুষদের ধরে এনে হত্যা করে লাশ ব্রহ্মপুত্র নদের চরে ফেলে রাখেন।
×