ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

চাঁদ না দেখা গেলে উন্মুক্ত করা হবে ট্রেনের টিকিট

প্রকাশিত: ১৮:৫৮, ৯ এপ্রিল ২০২৪

চাঁদ না দেখা গেলে উন্মুক্ত করা হবে ট্রেনের টিকিট

কমলাপুর রেল স্টেশন। ফাইল ফটো

সরকারিভাবে আজ মঙ্গলবার চাঁদ না দেখা যাওয়ার ঘোষণা এলে সঙ্গে সঙ্গে বুধবারের (১০ এপ্রিল) ট্রেনের টিকিট উন্মুক্ত করে দেওয়া হবে।

ঈদযাত্রার সপ্তম দিনে (৯ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

এক প্রশ্নের জবাবে মাসুদ সারওয়ার জানান, ‘আজকে চাঁদ দেখার ওপর নির্ভর করছে আগামীকাল ঈদ হবে কি না। যদি আজকে চাঁদ দেখা না যায়, তাহলে আগামীকাল বুধবারের টিকিট ‘চাঁদ দেখা যায়নি’- এমন ঘোষণার সঙ্গে সঙ্গে উন্মুক্ত করে দেব। কাউন্টার ও অনলাইন উভয়ভাবে টিকিট কাটা যাবে।

 

এসআর

×