ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

চাইলেই সেন্টমাার্টিনে যেতে পারবে না পর্যটকরা, লাগবে রেজিস্ট্রেশন

প্রকাশিত: ১০:৪৮, ১৩ সেপ্টেম্বর ২০২৩

চাইলেই সেন্টমাার্টিনে যেতে পারবে না পর্যটকরা, লাগবে রেজিস্ট্রেশন

সেন্টমার্টিন। ফাইল ফটো

নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত হচ্ছে পর্যটন মৌসুম। এ সময়টাই সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত শুরু হয়। এখন চাইলেই সেন্টমাার্টিনে পর্যটকরা যেতে পারবে না। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, সেন্টমার্টিন যেতে লাগবে অনলাইন রেজিস্ট্রেশন। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পর্যটকদের সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ করতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া দ্বীপে যাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ ফিও দিতে হবে পর্যটকদের। এমন কী দ্বীপে দিনপ্রতি সঠিক ধারণক্ষমতা অনুযায়ী, পর্যটক নিশ্চিত করবে কর্তৃপক্ষ।

আরও পড়ুন :একটি বিয়েই ভূমিকম্প থেকে বাঁচালো গ্রামের সবাইকে
 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বিষয়গুলো বাস্তবায়ন করার মূল দায়িত্ব দেয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়কে। এছাড়া তাদের সহযোগিতা করবে কক্সবাজার জেলা প্রশাসন। তবে পর্যটকের সংখ্যা নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা করবে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড, ট্যুরিস্ট পুলিশ ও টেকনাফ উপজেলা প্রশাসন।
 
বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে অবস্থিত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। কক্সবাজার জেলা শহর থেকে এর দূরত্ব ১২০ কিলোমিটার। ১৭ বর্গকিলোমিটারের ক্ষুদ্র দ্বীপকে স্থানীয়রা বলে নারিকেল জিঞ্জিরা। 

এসআর

×