ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সিন্ধু নদ নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা

সিন্ধু পানি চুক্তি বাতিলের নেপথ্যে আসল কারণ

প্রকাশিত: ০৮:৪০, ২৬ এপ্রিল ২০২৫

সিন্ধু পানি চুক্তি বাতিলের নেপথ্যে আসল কারণ

ছবি সংগৃহীত

ভারত-পাকিস্তান সম্পর্ক আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে সিন্ধু নদকে কেন্দ্র করে। সম্প্রতি জম্মু-কাশ্মিরের পেহেলগ্রামে একটি সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। ভারত সরাসরি পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল না তুললেও, পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ এনে দেশটি ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) এক্স (পূর্বতন টুইটার)-এ এক পোস্টে ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল জানান, “পাকিস্তানে যেন সিন্ধু নদের এক ফোঁটা পানিও না যায়, সে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। সেখানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি তিনটি পর্যায়ের পরিকল্পনা রয়েছে।

পাতিল জানান, নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়ার কাজ শুরু হচ্ছে শিগগিরই। ইতোমধ্যে ড্রেজিং কাজের পরিকল্পনা করা হয়েছে। তবে তিনি স্বীকার করেন, বর্তমানে ভারতে এমন কোনো অবকাঠামো নেই যা দিয়ে সিন্ধুর পানি পুরোপুরি আটকে দেওয়া সম্ভব। তা সত্ত্বেও তিনি আশ্বস্ত করেন যে ভবিষ্যতে এই কাজ সম্ভব করে তোলার জন্য সরকার তৎপর।

ভারতের এই ঘোষণার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছে, “সিন্ধু নদ থেকে পানির প্রবাহ বন্ধের যেকোনো পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার সামিল হিসেবে দেখা হবে এবং আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।” সূত্র: ইকোনোমিক টাইমস

আশিক

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার