ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

লাল নদী

প্রকাশিত: ০৮:৫০, ১৪ মে ২০১৯

 লাল নদী

দক্ষিণ আমেরিকার পেরুর কাসকো শহরের দক্ষিণ-পূর্ব দিক দিয়ে বয়ে গেছে ‘রেড রিভার’ বা লাল নদী। ভূবিজ্ঞানীদের মতে, পলকোয়ো রেইনবো পার্বত্য উপত্যকা থেকে লাল নদীর উৎপত্তি। পর্বতে আয়রন অক্সাইডের পরিমাণ বেশি হওয়ায় নদী বয়ে যাবার অংশে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড পানিতে মিশে জলের রং হয় লাল। বর্ষাকাল অর্থাৎ মে থেকে নবেম্বর মাসে নদী অপরূপ রং ধারণ করে -আনন্দবাজার পত্রিকা
×