ঢাকা, বাংলাদেশ   রোববার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

চুলে প্রথম খৌরকর্ম

প্রকাশিত: ০৮:৪৩, ৬ এপ্রিল ২০১৯

 চুলে প্রথম খৌরকর্ম

জন্মের পর প্রথমবারের মতো নিজের চুল কাটালেন এক জাপানী নারী। ১৮ বছর বয়সী কেইতো কাওয়াহারা সম্প্রতি তার দীর্ঘ চুলের সামনের অংশের খানিকটা কেটে ফেলেন। এর আগে বিশ্বে টিনেজারদের মধ্যে দীর্ঘ চুলের রেকর্ড গড়েন তিনি। এ জন্য গিনেসবুকে তার নামও ওঠে। তিনি তার চুলের এই কাটা অংশ কাউকে দান করতে চান। চিকিৎসার জন্য যারা চুল হারিয়েছেন তাদের একজনকে খুঁজে এই চুল দিতে চান কেইতো কাওয়াহারা। ১৩ বছর বয়সে কেইতোর চুল ৫ দশমিক ১ ফুট লম্বা হয়েছিল। -কিয়েডো নিউজ
×