ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পরমাণু পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে দেবে পিয়ংইয়ং

দ্বিতীয় শীর্ষ সম্মেলনে রাজি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া

প্রকাশিত: ০৬:৩৫, ৯ অক্টোবর ২০১৮

দ্বিতীয় শীর্ষ সম্মেলনে রাজি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র রবিবার দ্বিতীয় শীর্ষ সম্মেলনের সম্ভাব্য তারিখ ঠিক করতে রাজি হয়েছে। যাতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র আবার আলাপ-আলোচনা শুরু করতে পারে। উত্তর কোরিয়ার ধ্বংসাত্মক পারমাণবিক পরীক্ষাগার পরিদর্শনে আন্তর্জাতিক পরিদর্শকদের অনুমতি দেবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার বলেছেন, কিম জং উনের সঙ্গে বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। -খবর সিনহুয়া ও এএফপির রবিবার উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে এক বৈঠকে পম্পেও কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা নিয়ে আলোচনা করেন। পম্পেও বলেন, কিম ও তিনি পুঙ্গি-রি পরমাণু পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলকে অনুমতি দিতে সম্মত হয়েছেন। সিউলে পম্পেও সাংবাদিকদের জানান, কৌশলগত কারণে দুই দেশই যতদ্রুত সম্ভব পরমাণু কেন্দ্রটি পরীক্ষা করতে সম্মত হয়েছে। নিরস্ত্রীকরণ একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমরা উল্লেখযোগ্য উন্নতি করেছি। এটি পম্পেওর চতুর্থ উত্তর কোরিয়া সফর। মে মাসে উত্তর কোরিয়া পুঙ্গি-রি পরমাণু পরীক্ষা কেন্দ্রটি ধ্বংস করে দেয়। তবে তার দাবি সম্পর্কে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের যাচাই করার অনুমতি দেয়নি। পরমাণু কেন্দ্রটি চীন সীমান্তের কাছে পাহাড়ি এলাকার অভ্যন্তরে ধূলিস্যাৎ করে দেয়া হয়। সেখানে ছয়টি পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রপরিচালিত সংবাদ সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ও সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক চুক্তিতে পৌঁছতে সম্মত হয়েছেন। এতে বলা হয়, দ্বিতীয় উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র সম্মেলন করার জন্য প্রাথমিক আলোচনা অব্যাহত রয়েছে। যত দ্রুত সম্ভব এই সম্মেলনটি হবে। এতে সম্ভাব্য কর্মপদ্ধতি ও উপায় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা খুবই ফলদায়ক ও চমৎকার ছিল। যাতে দ্বিপাক্ষিক বিষয়গুলো পুরোপুরি বুঝতে ও মতবিনিময় হয়েছে। ১২জুনের যৌথ বিবৃতি বাস্তবায়নে দুপক্ষই সিঙ্গাপুরে সম্মত হয়েছিল। সম্মেলন শেষে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এজন্য কিম কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। কিম আরও বলেন যে, তার ইচ্ছা ও দৃঢ় বিশ্বাস যে পৃথিবী একদিন এই বিষয়টি পুরোপুরি সমাধান করতে পারবে। এ লক্ষ্যেই দ্বিতীয় উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র সম্মেলন নিয়ে আলোচনা চলছে। কিম বিশ্বাস করেন যে, সংলাপ ও আলোচনা দুই দেশের গভীর আত্মবিশ্বাসের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে। কোরিয়া উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পম্পেও উত্তর কোরিয়ায় সফর করেন। রবিবার সকালে তিনি টোকিও থেকে পিয়ংইয়ং যান। দিনশেষে তিনি দক্ষিণ কোরিয়ায় যান। সোমবার তিনি চীন সফর করেন।
×