ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তালেবানের বিরুদ্ধে অভিযান শুরুর নির্দেশ আশরাফ গনির

প্রকাশিত: ০৪:১৭, ২ জুলাই ২০১৮

 তালেবানের বিরুদ্ধে অভিযান শুরুর নির্দেশ আশরাফ গনির

তালেবান বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান অস্ত্র বিরতি শেষের ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। পাশাপাশি বিদ্রোহীদের পূর্ণ শান্তি আলোচনায় রাজি হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবানকে ব্যাপকভিক্তিক শান্তি আলোচনায় যোগ দেয়ার আহ্বান জানিয়ে গনি বলেছেন, তারা কি হত্যাকাণ্ড চালিয়ে যাবে না শান্তি প্রক্রিয়ায় যোগ দেবে, তা এখন তালেবানকেই সিদ্ধান্ত নিতে হবে। গত মাসে রমজান ও ঈদ উপলক্ষে আফগানিস্তান সরকারের একতরফা অস্ত্র বিরতি ঘোষণার বিপরীতে শুধু ঈদের ছুটির তিন দিন অস্ত্র বিরতিতে সম্মতি দিয়েছিল তালেবান। ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত দুপক্ষের ওই অস্ত্র বিরতির সময় নিরস্ত্র তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলসহ আফগানিস্তানজুড়ে শহরগুলোতে এসে সৈন্য, পুলিশ ও বেসামরিক লোকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছিলেন। দুপক্ষের এই অস্ত্র বিরতি শেষ হওয়ার পর আরও ১০ দিন তালেবানের বিরুদ্ধে আক্রমণাত্মক হামলা বন্ধ রাখতে সরকারী বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছিলেন গনি। খবর ওয়েবসাইট।
×