ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর হত্যাচেষ্টা ॥ সলসবেরিতে সেনা মোতায়েন

প্রকাশিত: ০৪:২১, ১১ মার্চ ২০১৮

পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর হত্যাচেষ্টা ॥  সলসবেরিতে  সেনা মোতায়েন

পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে হত্যা চেষ্টার ঘটনা তদন্তে সহায়তা করতে ব্রিটেনের সলসবেরি শহরে সশস্ত্র বাহিনীর প্রায় ১৮০ সদস্যকে মোতায়েন করা হয়েছে। রাসায়নিক যুদ্ধাস্ত্র ও সংক্রমণ দূর করার ক্ষেত্রে বিশেষজ্ঞ এ কর্মকর্তাদের মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি রাজকীয় নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও রয়েছেন। খবর বিবিসির। গত সপ্তাহে সের্গেই ও ইউলিয়া স্ক্রিপালকে দক্ষিণ ইংল্যান্ডের সলসবেরিতে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের ওপর নার্ভ গ্যাস ব্যবহার করা হয়েছিল বলে পুলিশ নিশ্চিত করার পরই সেখানে সেনা মোতায়েন করা হয়। ব্রিটিশ পুলিশের সহকারী কমিশনার মার্ক রাউলি জানিয়েছেন, যে পুলিশ কর্মকর্তা সলসবেরির ওই ঘটনাস্থলে প্রথম উপস্থিত হয়েছিলেন তিনিও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন নার্সিং বিভাগের পরিচালক লরা উইলকিনসন। নার্ভ গ্যাস একটি মারাত্মক বিষাক্ত রাসায়নিক। এটি স্থায়ু ব্যবস্থাকে অকেজো করে দৈহিক ক্রিয়া বন্ধ করে দেয়। সাধারণত মুখ অথবা নাক দিয়েই গ্যাসটি শরীরে প্রবেশ করে। তবে চোখ বা চামড়ার মাধ্যমেও এটি শরীরে প্রবেশ করতে পারে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাম্বার রুড সাবেক গুপ্তচরের ওপর রাসায়নিক হামলার ঘটনাকে ভয়ানক বলে আখ্যা দিয়েছেন। পক্ষত্যাগী রুশ গুপ্তচর হত্যা চেষ্টার ঘটনা নিয়ে শনিবার ব্রিটিশ সরকারের জরুরী কমিটি কোবরার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। রুড তাতে সভাপতিত্ব করেন। সলসবেরিতে মোতায়েন সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে প্রতিরক্ষা বিভাগের রাসায়নিক জৈব তেজস্ক্রিয়তা ও পারমাণবিক কেন্দ্র এবং ২৯ এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স গ্রুপের সদস্যরাও আছেন। যারা বোমা নিষ্ক্রিয়ে পারদর্শী। ঝূঁকিপূর্ণ পদার্থ প্রতিরোধী পোশাক পরা সেনা সদস্যদের শনিবার সলসবেরি হাসপাতালে গত রবিবার থেকে পড়ে থাকা পুলিশের একটি গাড়িকে পরীক্ষা করতে দেখা গেছে। পরের দিকে সেনাবাহিনীর একটি ট্রাকে তেরপাল দিয়ে ঢেকে ওই গাড়িটিকে সরিয়ে নেয়া হয়।
×