ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইরাকী বাহিনীর দখলে কিরকুক

প্রকাশিত: ০৪:২৩, ১৮ অক্টোবর ২০১৭

ইরাকী বাহিনীর দখলে কিরকুক

ইরাকের সরকারী বাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় শহর কিরকুক ও র্দী নিয়ন্ত্রিত প্রধান স্থাপনাগুলো দখল করে নেয়ার পর যুক্তরাষ্ট্র উভয়পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেটার নাওয়ার্ট পরবর্তী সহিংসতা এড়াতে উভয়পক্ষের প্রতি আহ্বান জানান। কুর্দী অধ্যুষিত অঞ্চলে বিতর্কিত স্বাধীনতার জন্য গণভোটের পর ইরাকী সৈন্যরা তিন সপ্তাহ ধরে কিরকুকে অভিযান চালায়। -বিবিসি মারাউই জঙ্গীমুক্ত ঘোষণা দুতের্তের ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে ইসলামিক স্টেটপন্থী (আইএস) জঙ্গীদের কাছ থেকে দক্ষিণাঞ্চলীয় শহর মারাউইকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন। ফিলিপিন্সের নিরাপত্তা বাহিনী বিদ্রোহী জঙ্গীগোষ্ঠীগুলোর জোট দাওলা ইসলামিয়ার শীর্ষ দুই নেতাকে হত্যার পরদিন মঙ্গলবার দুতের্তের এই ঘোষণা দিলেন। তবে দুতের্তের এই ঘোষণা সত্ত্বেও দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ২০ থেকে ৩০ জন বিদ্রোহী এখনও লড়াই চালিয়ে যাচ্ছে এবং তারা ২০ জনকে জিম্মি করে রেখেছে। -ওয়েবসাইট
×