ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভারতের কাছে মিগ-৩৫ বেচতে চায় রাশিয়া

প্রকাশিত: ১৮:১২, ২৪ জুলাই ২০১৭

ভারতের কাছে মিগ-৩৫ বেচতে চায় রাশিয়া

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ায় সর্বাধুনিক যুদ্ধবিমান মিগ-৩৫ ভারতের কাছে বিক্রি করতে চায় নির্মাতা সংস্থা মিগ। আর এজন্য ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মিগ কর্তাদের আলোচনাও শুরু হয়েছে। মিগ দাবি করে, মার্কিন সংস্থা লকহিড মার্কিটের তৈরি এফ-৩৫ ফাইটারের চেয়েও রুশ মিগ-৩৫ শক্তিশালী। আর রাশিয়ার যুদ্ধবিমান নির্মাতা সংস্থা মিগ-এর শীর্ষকর্তারা ভারতের সঙ্গে সামরিক চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছেন। রাশিয়ান মিগ কর্পোরেশনের তৈরি যুদ্ধবিমানের সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর সম্পর্ক বহু দিনের। প্রায় ৫০ বছর ধরে মিগের তৈরি বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ব্যবহার করে আসছে ভারত। মিগ-২১, মিগ-২৭, মিগ-২৯— সময়ের সঙ্গে তাল মিলিয়ে একের পর এক নতুন সংস্করণ বাজারে এনেছে মিগ। আর প্রায় প্রত্যেক বারই ভারত সেই সব দেশের তালিকায় থেকেছে, যারা সর্বাগ্রে সেই সব যুদ্ধবিমান কেনার প্রস্তাব পেয়েছে। মিগ-৩৫ ফাইটারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। মিগ-৩৫ হল ‘ফোর প্লাস প্লাস’ প্রজন্মের যুদ্ধবিমান। এর আগের প্রজন্মের যুদ্ধবিমানগুলিকে বলা হত ফোর্থ জেনারেশন ফাইটার। আর বর্তমান প্রজন্মের ফাইটারগুলিকে বলা হয় ফিফ্থ জেনারেশন ফাইটার। মিগ-৩৫-কে ফোর্থ জেনারেশনের চেয়ে অনেক আধুনিক এবং শক্তিশালী হিসেবে গড়ে তোলা হয়েছে বলে দাবি মিগের। সূত্র : আনন্দবাজার।
×