ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় ন্যামের মৃতদেহ রক্ষায় নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ০৫:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০১৭

মালয়েশিয়ায় ন্যামের মৃতদেহ রক্ষায় নিরাপত্তা জোরদার

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের সৎভাই কিম জং-ন্যামের মৃতদেহ যে মর্গে রাখা হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। মৃতদেহ হস্তান্তর নিয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে ও কুয়ালালামপুরের কূটনৈতিক সম্পর্কের অবনতির জের ধরে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। কুয়ালালামপুরের বিমানবন্দরে গত সোমবার সকালে জং-ন্যামের মুখে প্রথমে রাসায়নিক দ্রব্য ছুড়ে মারা হয়েছিল। পরে সুচের মাধ্যমে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয় বলে জানায় মালয়েশিয়ার সংবাদ মাধ্যমগুলো। এ ঘটনায় এ পর্যন্ত একজন উত্তর কোরীয় ছাড়া আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সন্দেহভাজন আরও চার কোরীয়কে খুঁজছে পুলিশ।
×