ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পদমর্যাদা অপব্যবহারের অভিযোগ

ট্রাম্পের ভাষণের বিরোধিতা ॥ তোপের মুখে ব্রিটিশ স্পীকার

প্রকাশিত: ০৩:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০১৭

ট্রাম্পের ভাষণের বিরোধিতা ॥ তোপের মুখে ব্রিটিশ স্পীকার

যুক্তরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের সময় ব্রিটিশ পার্লামেটে তার ভাষণের পরিকল্পনার বিরোধিতা করার ঘোষণা দিয়ে কনজারভেটিভ দলের এমপিদের সমালোচনার মুখে পড়েছেন নিম্নকক্ষের স্পীকার জন বারকো। সোমবার পার্লামেন্ট অধিবেশন চলাকালে ট্রাম্পের সম্ভাব্য রাষ্ট্রীয় সফরে ওয়েস্টমিনস্টার হলে তার ভাষণ দেয়া নিয়ে লেবার পার্টির এক সদস্যের প্রশ্নের জবাবে বারকো নিজের বিরোধিতার কথা স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন। খবর বিবিসির। ট্রাম্পের শরণার্থী পুনর্বাসন ও ভ্রমণ নিষেধাজ্ঞা তার এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ বলে জানান বারকো। তিনি বলেন, অভিবাসন নিয়ে নিষেধাজ্ঞা দেয়ার আগেও আমি ওয়েস্টমিনস্টার হলে ট্রাম্পের বক্তৃতার বিরোধী ছিলাম। নিষেধাজ্ঞার পর আমার অবস্থান এখন এ বিষয়ে আরও কট্টর। স্পীকারের বলিষ্ঠ এ প্রতিক্রিয়ায় সে মুহূর্তে এমপিরা তুমুল করতালি দিয়ে স্বাগত জানান। কিন্তু পরে অনেক উর্ধতন কনজারভেটিভ এমপি-ই এ বক্তব্যের জন্য তার সমালোচনা করেন। পার্লামেন্টে বিদেশি নেতাদের ভাষণের ক্ষেত্রে নিম্নকক্ষের স্পীকারের অনুমোদন খুবই গুরুত্বপূর্ণ। এ রকম একটি গুরুত্বপূর্ণ পদে থেকে বারকোর এমন তীব্র প্রতিক্রিয়া নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে। সমালোচকরা বলেছেন, বারকো তার পদমর্যাদার অপব্যবহার করেছেন। বারকোর সমালোচনায় কয়েকজন কনজারভেটিভ এমপি বলেন, তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। তিনি জাতীর স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছেন। কয়েকজন এমপি স্পীকারের নিরপেক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। কনজারভেটিভ এমপি স্যার গেরাল্ড হোয়ার্থ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্পীকার কূটনীতির এ দিকটি আমলে নেননি। তিনি যা বলেছেন তার অর্থ কার্যত এটিই দাঁড়ায় যে, ট্রাম্পকে ব্রিটিশ পার্লামেন্টে এমপিদের সামনে ভাষণ দেয়ার আমন্ত্রণ জানানো হবে না। ডাউনিং স্ট্রিট বারকোর মন্তব্যকে ‘পার্লামেন্টের বিষয়’ আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সংসদ সদস্য রিপাবলিকান নেতা জো উইলসন বেরকাউয়ের এই মন্তব্যকে ট্রাম্পের রিপাবলিকান দলের জন্য ‘চপেটাঘাত’ বলে বর্ণনা করেছেন। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে প্রাচীন ভবনখ্যাত ওয়েস্টমিনস্টার হলে ভাষণ দেন। তার আগে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা ও ফ্রান্সের চার্লস দ্য গল এ সম্মান পেয়েছিলেন।
×