ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

গোটা দেশবাসীকে চোর বানালেন মোদি ॥ অমর্ত্য

প্রকাশিত: ০৫:৩২, ২৮ নভেম্বর ২০১৬

গোটা দেশবাসীকে চোর বানালেন মোদি ॥ অমর্ত্য

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ইংরেজী দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, শুধুমাত্র কোন স্বৈরাচারী সরকারই এভাবে সাধারণ মানুষকে বিপাকে ফেলতে পারে। খবর ওয়েবসাইটের। অমর্ত্য সাক্ষাতকারে বলেন, মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত দেখে মনে হচ্ছে দেশের প্রতিটি মানুষের কাছেই কালো অর্থ রয়েছে। তাছাড়া তড়িঘড়ি সিদ্ধান্তের জেরে দেশবাসীর প্রভূত সমস্যা হয়েছে বলেও অভিমত তার। অমর্ত্য সেনের প্রশ্ন, সরকার কেন এক ঝটকায় সব ভারতবাসীকেই সম্ভবত কুটিল আখ্যা দিয়েছে, যতক্ষণ না সে নিজেকে নির্দোষ প্রমাণিত করছে? যাদের কালো টাকা রয়েছে, এ পদক্ষেপে তাদের কিছু যায় আসে না, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীরা। মোদির নোট বাতিলে কিভাবে ভাল হবে সেটাই বুঝতে পারছেন না এ অর্থনীতিবিদ।
×