ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

লিভার প্রতিস্থাপনে শীর্ষ স্থানে ইরান

প্রকাশিত: ০৬:১৯, ১০ আগস্ট ২০১৫

লিভার প্রতিস্থাপনে  শীর্ষ স্থানে ইরান

যকৃত বা লিভার প্রতিস্থাপনের জন্য বিশ্বের শীর্ষস্থানে জায়গা করে নিল ইরান। গত বছর ইরানের শিরাজ শহরের চিকিৎসকরা ৫০০ লিভার প্রতিস্থাপন করেছেন। চলতি বছর এ সংখ্যা ৬০০ ছাড়িয়ে যাবে বলে ইরানের হাই ট্র্যান্সপ্ল্যান্ট কাউন্সিল বা উচ্চ প্রতিস্থাপন পরিষদের এক সদস্য জানিয়েছেন। খবর ইরানের বার্তা সংস্থা ইরনার। উচ্চ প্রতিস্থাপন পরিষদের সদস্য আলি মালেক হোসাইনি বুধবার জানিয়েছেন, গড়ে প্রতিবছর শিরাজে ৩০০ লিভার প্রতিস্থাপন বা ট্র্যান্সপ্ল্যান্ট হচ্ছে। এ ছাড়াও চিকিৎসা বিষয়ক শিক্ষার জন্য বিখ্যাত এ শহরে প্রতিবছর অগ্ন্যাশয় অস্ত্রোপচার এবং অন্যান্য অঙ্গ প্রতিস্থাপনও করা হচ্ছে। শিরাজ চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের ট্র্যান্সপ্ল্যান্ট বিভাগের প্রধান মালেক হোসাইনি অত্যন্ত উৎসাহ নিয়ে জানিয়েছেন, শিরাজে এ সংক্রান্ত বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
×