ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

লোকসভা নির্বাচন

দ্বিতীয় দফার ভোট, শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৯, ২২ এপ্রিল ২০২৪

দ্বিতীয় দফার ভোট, শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার

রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদি

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের প্রচার শেষ হবে ২৪ এপ্রিল সন্ধ্যায়। দেশটির ১৩ রাজ্যের ৮৯টি লোকসভা আসনের ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল। এদিন দ্বিতীয় দফায় ভোট হবে অসম, বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর, পশ্চিমবঙ্গ ও কেরল রাজ্যে।

বিজেপি-কংগ্রেস-তৃণমূলসহ রাজনৈতিক দলগুলো শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে মরিয়া। দ্বিতীয় দফার ভোটে গোটা দেশের নজর থাকবে কেরলের ওয়ানড়ে কেন্দ্রের দিকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী লড়ছেন সেখানে। এর আগেরবার এই আসন থেকে প্রায় পৌনে তিন লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন রাহুল। খবর এনডিটিভির।
ওয়ানড়ে রাহুলের সেফ সিট হওয়ার পরও সোনিপুত্রের হয়ে সেখানে প্রচারে অংশ নিচ্ছে কংগ্রেস নেতৃত্ব। রবিবার শারীরিক অবস্থার জন্য প্রচারে বের হননি তিনি। ২৬ এপ্রিল ভোটে ভাগ্য নির্ধারণ হবে আরেক হেভিওয়েট প্রার্থী ড. সুকান্ত মজুমদারেরও। পশ্চিমবঙ্গের বালুরঘাট, দার্জিলিং ও রায়গঞ্জ তিন লোকসভা আসনের ভোট সেদিন। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার লড়ছেন আগের বারের জেতা বালুরঘাট আসন থেকে। হেভিওয়েট প্রার্থীর হয়ে প্রচারে এসেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসেছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।

×