ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন বোলসোনারোর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৪, ৩১ জানুয়ারি ২০২৩

যুক্তরাষ্ট্রে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন বোলসোনারোর

বোলসোনারোর

ব্রাজিলের সাবেক এ প্রেসিডেন্টের আবেদন যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে বলে বোলসোনারোর আইনজীবী জানিয়েছেন।
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বোলসোনারো যুক্তরাষ্ট্রে আরও কিছুদিন থাকার উদ্দেশ্যে ছয় মাসের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছেন। শুক্রবার সাবেক এ প্রেসিডেন্টের আবেদন যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে বলে সোমবার বোলসোনারোর আইনজীবী ফিলিপ আলেকজান্ডার জানিয়েছেন। আবেদন বিবেচনাধীন থাকাকালে বোলসোনারো যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন বলে জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রশ্নের জবাবে পাঠানো ইমেলে আলেকজান্ডার বলেছেন, ‘তিনি আরও কিছুদিন অবকাশে থাকতে চান। পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি মাথা থেকে চিন্তা ঝেড়ে ফেলে পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে কয়েক মাস উপভোগ করতে চান।’
‘পুরো ছয় মাস ব্যবহার করবেন কিনা এটি তার ওপর নির্ভর করছে। তার পরিকল্পনা তৈরি হলে সেগুলোর ওপর ভিত্তি করে আমরা পরবর্তী কৌশল ঠিক করব।’
বোলসোনারো ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছেন, এ খবর প্রথম প্রকাশ করেছে ফিন্যান্সিয়াল টাইমস।

×