ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভাইরাল ’বাদো বাদি’ গান, হাঁটুর বয়সী অভিনেত্রীর সঙ্গে ’ফস্টিনস্টি’

আশিক উল বারাত

প্রকাশিত: ১১:১৮, ১৩ মে ২০২৪

ভাইরাল ’বাদো বাদি’ গান, হাঁটুর বয়সী অভিনেত্রীর সঙ্গে ’ফস্টিনস্টি’

চাহাত ফাতেহ আলি খানের নতুন গান 

বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই গান সামনে আসবে। গানটার নাম বাদো বাদি। এই গানটা রিলিজ হওয়ার পর থেকেই ভাইরাল। কি রিলস, কি শর্টস যে কোন মাধ্যমেই এই গান আপনার চোখে আসবে। 

গানটিতে দেখা যাচ্ছে পাকিস্তানের চাহাত ফতেহ আলি খান নামের একজন শিল্পী তাঁর থেকেও অনেক কম বয়সী একটি মেয়ের সাথে উদ্ভট ভঙ্গিমায় নেচে যাচ্ছেন। গানের কথা শুরু হচ্ছে ‘হায়ে হ্যায় ওয়ে হোয়ে বাদো বদি' দিয়ে। এর পরেই বেসুরা গলায় গান গেয়ে যাচ্ছেন তিনি। 

আরও পড়ুন : শতকণ্ঠে রবীন্দ্রনাথ

কথা হচ্ছে এই গানটি কেনো এতো জনপ্রিয় হয়ে উঠলো। আসলে এই চাহাত ফতেহ আলি খান হচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফাতেহ আলি খানের প্যারডি ভার্সন। মূলত রাহাতের সাথে নাম মিল রেখে চাহাত নাম রাখাতে এবং মাথায় টাকের সাথে রাহাত ফাতেহ আলি খানের টাকের মিল থাকাতেই এই শিল্পীকে নিয়ে এতো চর্চা। 

আর তাঁর এই গান রিলিজ হওয়ার পর থেকে তো সোশ্যাল মিডিয়া হোক বা পাড়ার মোড়, মাঝেমধ্যেই বেজে উঠতে শোনা যাচ্ছে এই বাদো বদি। ‘হায়ে হ্যায় ওয়ে হোয়ে বাদো বদি' গানটি ভাইরাল হওয়ার পর, বেশকিছু নতুন ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওটির সাথে শর্টস এবং এডিট করে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরণের হাস্যকর রিলস।

বলিউডের বেশকিছু বিশেষ তারকাদেরও দেখা গিয়েছে এই গানে ভিন্ন ভিন্ন ধরণের ডান্স স্ট্যাপে। যা দেখতে খুবই হাস্যকর হলেও চুটিয়ে উপভোগ করছে দর্শক। 

৫৮ বছর বয়সী চাহাত ফতেহ আলী খান। যিনি নিজেকে একজন দুর্দান্ত পাকিস্তানি গায়ক বলে বারবার দাবি করেন। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায়ও ভীষণভাবে জনপ্রিয়। আমরা বাংলাদেশের দিকে তাকালে কান হেলাল, হিরো আলম কিংবা ইন্ডিয়ার দিকে তাকালে দিনচাক পূজার মতো বেসুরা গানের শিল্পিদের দেখতে পাই। মূলত চাহাত ফতেহ আলি খান ওই ঘরনারই শিল্পী। 

তবে মজার বিষয় হল তাঁর নতুন রিলিজ পাওয়া এই গানের অর্থ কেউ জানে না। কিন্তু, মানুষ এই গানটি ভীষণভাবে উপভোগ করছে।

তবে শুধু গানটি ভাইরাল নয়, গানে অভিনয় করা শিল্পীকেও একইভাবে দেখা গিয়েছে পর্দায় সকলের মন ছুঁয়ে যেতে। পাকিস্তানি অভিনেত্রী ওয়াজধন রাও রংহারকে দেখা গিয়েছে তাঁর সঙ্গে তালে তাল মিলিয়ে নাচতে। তাঁর বয়স তিরিশের কোটায়। যা দেখে সকলের চক্ষু চড়কগাছ।

ভারত-পাক গানের এই ভিডিওটি দেখে মানুষ মুগ্ধ। এই ভিডিওটি এখনও পর্যন্ত দশ লাখেরও বেশি মানুষ লাইক করেছেন। এই গানটি দেখার পর মানুষ জানতে চায় হায়ে হ্যায় ওয়ে হোয়ে বাদো বদি মানে কী?

হায়ে হ্যায় ওয়ে হোয়ে বাদো বদি ভাইরাল হওয়ার পর, এর গায়ক চাহাত ফতেহ আলী খান কে, তা নিয়েও মানুষের মধ্যে প্রবল আগ্রহ দেখা দিয়েছে। নিজেকে একজন দুর্দান্ত গায়ক বলতে শুরু করেছেন তিনি। শুধু তাই নয়, গায়ক বলেন, পুরো পাকিস্তানে তাঁর মতো গায়ক কেউ নেই। তিনি বলেছেন, এই গানটি ভাইরাল হওয়ার পরে, তিনি যেখানেই যাচ্ছেন, লোকেরা তাঁর সঙ্গে ভিডিও এবং ফটো তুলে তাদের প্রোফাইল ছবিও তৈরি করছেন।

তবে এই বদি বদি গানটা কিন্তু আরও অনেক আগের। পাকিস্তানের ক্লাসিক ঘরনার জনপ্রিয় শিল্পী নূর জাহান প্রথম এই গানটি গেয়েছিলেন। ৮০/৯০ এর দশকে যে গানটি বেশ জনপ্রিয়ও হয়েছিল। তবে বলা যায় বেসুরা গলায় হলেও এই গানটা আবারও মানুষের মুখে মুখে চলে এসেছে। যার জনপ্রিয়তা এখন বাংলাদেশেও ছড়িয়ে গেছে। 

এবি 

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার