ঢাকা, বাংলাদেশ   রোববার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আমি জিম করি, তাই মঞ্চে ডিগবাজি দিয়েছি : জায়েদ

প্রকাশিত: ১৮:১৯, ৩০ অক্টোবর ২০২৩

আমি জিম করি, তাই মঞ্চে ডিগবাজি দিয়েছি : জায়েদ

জায়েদ খান

জায়েদ খান, বাংলা চলচিত্রের নায়ক হিসেবে যতটা পরিচিত এর থেকেও আলোচিত বিভিন্ন সময় নিজের অদ্ভুত কর্মকাণ্ডের কারণে। খুব সম্প্রতি একটা অনুষ্ঠানে ডিগবাজি দিয়ে আবারও আলোচনায় এসেছেন ঢাকাই চলচিত্রের এ নায়ক। 

গত ২৭ অক্টোবর রাজধানীর গুলশান ক্লাবে গিয়েছিলেন ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামার’ প্রতিযোগিতার তৃতীয় সিজনের চূড়ান্ত পর্বের বিচারকের দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। বিচারকার্য পরিচালনার পাশাপাশি অন্যদের অনুপ্রাণিত করতে দৌড়ে গিয়ে দু-হাতে ভর করে দিয়েছেন ডিগবাজি। সঙ্গে দিয়েছেন নাচ।

তবে এমন কাণ্ড বরাবরের মতোই ইতিবাচক জায়েদ। তার কথায়, ‘আমি তো স্পোর্টসম্যান। ছোটবেলা থেকেই আমি খেলাধুলা করেছি। বডিটা ফিট রেখেছি। যার কারণে আমার বডি সাপোর্ট করে। মেরুদণ্ড আর রগ যদি সাপোর্ট না করে তাহলে আপনি পড়ে যাবেন। সেই জায়গা থেকে আমি এটা করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। যদি পড়ে যেতাম তাহলে ভাইরাল হতাম।’

তিনি বলেন, এ ছাড়া জিমও করি। সেই হিসেবেই মনে হলো র‌্যাম্পে একটা ডিগবাজি দিয়ে দিই। প্রায় ছয় মাস পর এমন একটা ডিগবাজি দিলাম। ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছিল সেটা আমারই ‌‘অন্তর জ্বালা’ সিনেমার একটি গান।’

 

এবি

সম্পর্কিত বিষয়:

×