ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সিনেমা বাঁচাতে স্টার সিনেপ্লেক্সের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০০:১১, ১২ আগস্ট ২০২০

সিনেমা বাঁচাতে স্টার সিনেপ্লেক্সের সংবাদ সম্মেলন

সংস্কৃতি ডেস্ক ॥ করোনাভাইরাসের প্রকোপে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের চলচ্চিত্র শিল্প। দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় ধরে সিনেমা হল বন্ধ। এই শিল্পে বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট সকলে চরম সংকটপূর্ণ সময়ের মুখোমুখি। এমন পরিস্থিতিতে সরকারের সহযোগিতা ছাড়া এই শিল্প ক্রমশ গভীর অনিশ্চয়তার দিকে পতিত হবে। লোকসানের কবলে পড়ে সিনেমা হল এখন তলানিতে এসে ঠেকেছে। চরম মানবেতর জীবনে পড়া এই শিল্পের সঙ্গে যুক্তরা একেবারেই নিঃশেষ হয়ে যাবে। সিনেমা বাঁচাতে, সিনেমার সোনালি দিন ফেরাতে একজোট হয়ে কাজ করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিট স্টার সিনেপ্লেক্সের এস কে এস টাওয়ার (মহাখালী শাখা) এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘সিনেমাকে বাঁচিয়ে রাখার স্বার্থে আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি তুলে ধরতে চাই।’
×