ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঈদে বৈশাখী টিভিতে ২৮ নাটক

প্রকাশিত: ১২:১৫, ১ আগস্ট ২০১৯

ঈদে বৈশাখী টিভিতে ২৮ নাটক

সংস্কৃতি ডেস্ক ॥ ঈদ-উল আজহা উপলক্ষে বৈশাখী টেলিভিশনে ঈদের আগেরদিনসহ ৮ দিনব্যাপী আয়োজনে থাকছে ২৮ নাটক ছাড়াও নানা আয়োজন। নাটকগুলোর মধ্যে ৯টি একক, ১৪টি মেগা এবং ৫টি বিশেষ ধারাবাহিক। ঈদের বিশেষ একক নাটকগুলোর মধ্যে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে নির্মিত হয়েছে ৪টি একক ও ২টি ধারাবাহিক। একক নাটক ৪টির মধ্যে মিলন ভট্টাচার্যের পরিচালনায় ‘হঠাৎ সেলিব্রেটি’, সকাল আহমেদ পরিচালনা করেছেন ‘ঘরকা মুরগী ডাল বরাবর’, আকাশ রঞ্জন পরিচালনা করেছেন ‘ভাবীর দোকান-২’, সৌর্য দীপ্ত সূর্য পরিচালনা করেছেন ‘ডিজিটাল প্রতারণা’ এবং ধারাবাহিক দুটির মধ্যে আদিবাসী মিজান পরিচালনা করেছেন ‘লো প্রেসার’ ও ‘জামাই বাজার’ পরিচালনা করেছেন আল হাজেন। বাকি তিনটি ধারাবাহিকের মধ্যে জিয়াউর রহমান জিয়ার রচনা ও পরিচালনায় ‘ভানুমতি ডট কম’, জাকির হোসেন উজ্জলের রচনা ও এসএম শাহীনের পরিচালনায় ‘মফিজের লাইফস্টাইল’ এবং শাহরিয়ার সুমনের রচনা ও পরিচালনায় ‘হিসেবের পাগল’। একক নাটকগুলোর মধ্যে ফাইয়াজুজ্জামান তামিমের রচনা ও এফ জামান তাপসের পরিচালনায় ‘ওয়ান মিলিয়ন ভিউ’, জিয়াউর রহমান জিয়ার রচনা ও পরিচালনায় ‘মধ্যরাতের সেবা’, আনন জামানের রচনা ও শুদ্ধমান চৈতনের পরিচালনায় ‘সীমান্তহীন পাখী’, মীর্জা রাকিবের রচনা ও সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘বউ পাগলা বাদশা’ এবং সিদ্দিকুর রহমানের রচনা ও পরিচালনায় ‘দাদার ভিমরতি’। প্রতিদিনের মেগা নাটক হলো- ‘আয়নামতি’, ‘বউয়ের দোয়া পরিবহন-২’, ‘ঈদ বোনাস’, ‘নায়িকার বিয়ে-২’, ‘সিনেমাটিক’, ‘প্রেমের নাম বেদনা’, ‘ফলস আইটেম’, ‘লাল দালান’, ‘দাদার দেশের ডাক্তার’, ‘ঘর জামাই’, ‘ব্রেক ফেইল’, ‘কিড সোলায়মান’, ‘কুফা রাশি’, ‘ভানুমতি ডট কম’ এবং ‘চাল্লু মামার পাল্লু ভাগ্নে’। এসব নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা, জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু, নাদিয়া আহমেদ, চঞ্চল চৌধুরী, মোনালিসা, আনিসুর রহমান মিলন, সজল, নাজিরা মৌ, রাশেদ সীমান্ত, অহনা, মীর সাব্বির, আনিকা কবির শখ, আখম হাসান, বিন্দু, সারিকা, নাবিলা, রওনক হাসান, শামীম জামান, রোমানা, আরফান, অর্ষা, ডাঃ এজাজ, নিপুন, ফারুক আহমেদ, সাবিলা নূর, সাজু খাদেম, অপর্ণা ঘোষ, ফারজানা ছবি, ভাবনা, পপি, হাসান জাহাঙ্গীর, জাকিয়া বারী মম, মৌসুমী হামিদ, সিদ্দিকুর রহমান, কাজল সুবর্ণ, মিশু সাব্বির, সাকিরা সাবা, আবদুল্লাহ রানা, তানিয়া বৃষ্টি, জামিল, বিন্দিয়া, সমাপ্তি এটিএম শামসুজ্জামান, চিত্রলেখা গুহ, আমিরুল হক চৌধুরী, ঝুনা চৌধুরী, নিমা রহমান, মিলন ভট্ট, শেলি আহসান, শফিক খান দিলু, শিখা, রিমি করিম, আকাশ রঞ্জন, শায়লা, হায়দার আলী, বড়দা মিঠু প্রমুখ। ঈদ আয়োজনে থাকছে বৈশাখীর সকালের গান, গানে গানে ঈদ আনন্দ, লোক সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান ফোক সং, শুধু সিনেমার গান, ফানি মোমেন্ট ও নৃত্যানুষ্ঠানসহ নানা আয়োজন। ঈদ অনুষ্ঠান প্রসঙ্গে বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, দেশীয় সংস্কৃতি এবং সম্মানিত দর্শক ও মা-মাটি মানুষের কথা ভেবে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি ঈদেই বৈশাখী টেলিভিশন তার জনপ্রিয়তা ধরে রাখতে অনুষ্ঠান সাজিয়ে থাকে। এবারও তার ব্যত্যয় হবে না সে কথা নির্দ্বিধায় বলতে পারি। গত ঈদ-উল-ফিতরে বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনার মধ্যে কয়েকটি টিভি চ্যানেলে সরাসরি খেলা সম্প্রচারের কারণে সবার দৃষ্টি ছিল সেদিকেই। এরপরও বৈশাখী টেলিভিশন টিআরপি রিপোর্টে দ্বিতীয় হয়। এ অর্জন বৈশাখী টিভির প্রতি দর্শকদের অকৃত্রিম ভালবাসা এবং বৈশাখী পরিবার সংশ্লিষ্ট সবার পরিশ্রমের ফল। সে ধারা অব্যাহত রাখতে চাই আগামীতেও । কারণ আমাদের মূল লক্ষ্যই হচ্ছে দর্শকদের বিনোদন ও আনন্দ দেয়া।
×