ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিটিভিতে কাব্য বিলাস নাট্যগোষ্ঠীর ‘আলো’

প্রকাশিত: ০৭:১১, ১৫ জানুয়ারি ২০১৯

বিটিভিতে কাব্য বিলাস নাট্যগোষ্ঠীর ‘আলো’

স্টাফ রিপোর্টার ॥ দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য সংগঠন কাব্য বিলাস নাট্যগোষ্ঠীর মঞ্চ প্রযোজনা ‘আলো’ নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার। ইতোমধ্যে বিটিভির নিজস্ব মিলনায়তনে নাটকটি চিত্রধারণ সম্পন্ন হয়েছে। রাহুল রাজের রচনা ও নির্দেশনায় ‘আলো’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাঈম, অন্তর, রিজন, মামুন, চাঁদনী, শৈলী, মনা, বাঁধন, আশরাফ, রোহানসহ অনেকে। ‘আলো’ উঠে এসেছে দেশীয় সাংস্কৃতি রক্ষা জোরালো আবেদন। গ্রাম বাংলার বাউল শিল্পীদের জীবন-চিত্রের ওপর নির্মিত এ নাটকটি অচিরেই বিটিভিতে প্রচার হবে। কাব্য বিলাস নাট্যগোষ্ঠীর পক্ষে মূসা আহম্মেদ জানান, নতুন বছরের শুরুতে বরাবরের মতো ভিন্ন ধারার নাটক নিয়ে আমরা দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। ‘আলো’ নাটকে গ্রামবাংলার আবহমান চিত্র ও বাউল জীবন দর্শন ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। দেশ বরেণ্য গায়ক আশরাফ উদাসের ‘হাড়ের বাকশ’ গানটি নাটকটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। প্রসঙ্গত, ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ স্লোগানে কাব্য বিলাস নাট্যগোষ্ঠী বিগত ১২ বছর যাবত নিয়মিত অপসাংস্কৃতিক রোধে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।
×