ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের শিকার হতে হয় পুরুষদেরও

প্রকাশিত: ২১:২০, ১৪ সেপ্টেম্বর ২০১৮

ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের শিকার হতে হয় পুরুষদেরও

অনলাইন ডেস্ক ॥ কাস্টিং কাউচ। ফিল্ম ইন্ডাস্ট্রির খুবই পরিচিত শব্দ। কিন্তু শুধু মহিলারাই নন, এর শিকার হতে হয় পুরুষদেরও। সেই অন্ধকার দিকের কথা এ বার প্রকাশ্যে আনলেন বলি অভিনেতা আয়ুষ্মান খুরানা। সম্প্রতি একটি চ্যাট শো-এ গিয়ে ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ সম্পর্কে খোলাখুলি নিজের মত প্রকাশ করেছেন আয়ুষ্মান। তিনি নিজেও যে এর শিকার, জানিয়েছেন সে কথাও। আয়ুষ্মানের কথায়, ‘এক সমকামী কাস্টিং ডিরেক্টর ছিলেন। তিনি বলেছিলেন, আমি তোমার যৌনাঙ্গ দেখতে চাই, অনুভব করতে চাই। আমি তো শুনে হাসতে শুরু করেছিলাম। বলেছিলাম, কী বলছ তুমি জান? তুমি কি সিরিয়াস?’ আয়ুষ্মানের মতে, এ হেন ঘটনা কম-বেশি সকলকেই হয়তো মোকাবিলা করতে হয়। কিন্তু সোজাসুজি এর জবাব দেওয়া উচিত বলে মনে করেন তিনি। এর আগে টিভিতে অ্যাঙ্কারিং করার সময়ও নাকি তাঁর কাছে এ বহেন প্রস্তাব এসেছিল। তবে এ হেন ঘটনা পরে আর কখনও নাকি সামলাতে হয়নি আয়ুষ্মানকে। শ্রীরাম রাঘবনের পরিচালনায় ‘অন্ধাধুন’ আয়ুষ্মানের পরের সিনেমা। সেখানে রাধিকা আপ্টে, তব্বুর মতো অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×