ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসব

প্রকাশিত: ০৪:১২, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসব

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে মঙ্গলবার নেত্রকোনা শহরের বকুলতলায় ২২তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেত্রকোনা সাহিত্য সমাজ বরাবরের মতো ফাল্গুনের প্রথম দিনে এ উৎসবের আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল বসন্ত বন্দনা, আনন্দ শোভাযাত্রা, কবিতা পাঠ, আলোচনা, সঙ্গীত, নৃত্যসহ সকাল ৯টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক আবুল কালাম আজাদ। পরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এরপর বিকাল পর্যন্ত চলে নানা আয়োজন। বিকাল ৫টায় অনুষ্ঠিত হয় ‘সাংবাদিকতা ও সাহিত্য’ শীর্ষক আলোচনা সভা। বেগম রোকেয়ার সভাপতিত্বে এবং আরাফাত সিদ্দিকী সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন লেখক স্বকৃত নোমান, কবি আহমেদ স্বপন মাহমুদ, কবি কাজল কোরাইশী, সাংবাদিক নজরুল কবীর, অপূর্ব শর্মা, কবি ফারুক ওয়াসিফ ও কবি ও সাংবাদিক গণি আদম। সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারে ভূষিত হন বিশিষ্ট কথা সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম ও কবি খালেদ মতিন (মরণোত্তর)। নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কবি কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল্লাহ ইমরানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, কবি নূরুল হক, কথা সাহিত্যিক আতাউল করিম, মশিউল আলম প্রমুখ। অনুভূতি ব্যক্ত করেন সৈয়দ মনজুরুল ইসলাম। পুরস্কৃত দু’জনের জীবন ও কর্মের ওপর নিবন্ধ পাঠ করেন কবি সরোজ মোস্তফা। প্রসংশাপত্র তুলে দেন কবি আব্দুর রাজ্জাক ও আরাফাত সিদ্দিকী সোহাগ। শেষে বাউল শিল্পী সিরাজ উদ্দিন পাঠান, গোলাম মৌলা ও শিকড় উন্নয়ন কর্মসূচীর শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় বাউল গান।
×