ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন

প্রকাশিত: ০২:৪৫, ৯ ডিসেম্বর ২০১৭

নীলফামারীতে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ‘আলো ছড়াতে, আঁধার তাড়াতে বই পড়ি, পাঠাগার গড়ি’ সেøাগানে ঢাকার বাইরে জেলা পর্যায়ে নীলফামারীর বড় মাঠে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে সাতদিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। শুক্রবার জেলা বই মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক নজরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পুলিশ সুপার জাকির হোসেন খান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ফরিদউদ্দিন, গোলাম নবী হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেন, আমরা সন্তানদের হাতে যদি বই কিনে দেই তাহলে তাদের ভবিষ্যত উজ্জ্বল হবে। ওই বই পড়ে জ্ঞান বাড়বে, তারা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম জানান, ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ মেলাটি আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। মেলায় খ্যাতিমান প্রকাশক, লেখকদের সম্মিলন ঘটবে।
×