ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ের রাস্তায় হ্যালি বেরি

প্রকাশিত: ০৬:৫২, ২৩ নভেম্বর ২০১৭

মুম্বাইয়ের রাস্তায় হ্যালি বেরি

অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি মুম্বাইয়ের রাস্তায় হাঁটছেন, ভাবা যায়! বাস্তবে এমনটিই ঘটেছে। একটি স্থিরচিত্র এর প্রমাণ দিচ্ছে। গত বৃহস্পতিবার (৯ নবেম্বর) এই বন্ডকন্যা ঘুরে বেড়িয়েছেন ভারতের শহরটিতে। স্থিরচিত্রে হ্যালির মুখ দেখা না গেলেও এ নিয়ে তার ভারতীয় ভক্তরা আনন্দিত। মুম্বাই এসে সূর্যোদয় উপভোগের কথা ইনস্টাগ্রামে জানিয়েছেন তিনি। পাশাপাশি শেয়ার করেছেন সূর্যোদয়ের একটি স্থিরচিত্র। জানা গেল তার মুম্বাই আগমনের খবরও। ছবিটির ক্যাপশনে অস্কারজয়ী এই তারকা লিখেছেন, ‘সময় ভুলে আজ হারাব বলে বেরিয়েছি!’ তবে ছবিটিতে হ্যালিকে দেখা যাচ্ছে পেছন দিক থেকে। তিনি সত্যিই মুম্বাইয়ে কিনা একঝটকায় তা বুঝতে পারেননি অনেকে। চমকে যাওয়ার পর কেউ কেউ কমেন্টে স্বাগত জানান তাকে। অনেকে জানতে চান কোনও ছবির কাজে এসেছেন কিনা। ছবিটি পোস্ট করার প্রথম চার ঘণ্টায় লাইক পড়েছে ২৬ হাজার ২৩৬টি। এদিকে গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হ্যালি বেরির সঙ্গে তোলা একটি ছবি টুইটারে শেয়ার করেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। তাদের সঙ্গে ছিলেন সংগীতশিল্পী ও নারী উদ্যোক্তা অনন্যা বিড়লা। ক্যাপশনে দিয়া লিখেছেন, ‘আজ আমি হ্যালি বেরির সঙ্গে। কী চমৎকার, প্রাণবন্ত, বুদ্ধিমতী ও বিনয়ী নারী! তার সঙ্গে কথা বলা ছিল আনন্দের ব্যাপার। জেমস বন্ড সিরিজ ছবিতে তাকে এক ভারতীয় নারী চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এতে তাকে দেখা গেছে শাড়ি, মেহেদি ও চুড়িতে। হ্যালি বেরি চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি এমি, গোল্ডেন গ্লোব, স্ক্রিন এ্যাক্টরস গিল্ড এবং এবং এনএএসিপি ইমেজ পুরস্কার অর্জন করেন। এছাড়া মনস্টারস বল চলচ্চিত্রের জন্য তিনি ২০০১ সালে সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন ও বাফটা পুরস্কারের জন্য মনোনীত হন। তিনি-ই প্রথম আফ্রিকান-মার্কিন বংশদ্ভূত অভিনেত্রী যিনি সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি হলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী । সময়ের ধারাপাতে এক একটি দিন পেড়িয়ে যায় ধুলো পড়া পাতায় জমা হয় নতুন নতুন কথামালা। যারা সময়ের অভাবে চোখ বোলাতে পারেননি বিনোদন ভুবনে তাদের জন্য... লিখেছেন সুমন্ত গুপ্ত ৬২ বছরে বাবা হচ্ছেন ‘মিস্টার বিন’ পর্দায় হাসির পাত্র হয়ে উপস্থিত হয়েছেন সব সময় মি. বিন। কিন্তু অভিনেতা রোয়ান এ্যাটকিনসনের ব্যক্তিজীবনের কথা আমরা কি জানি ? ৬২ বছর বয়সী এই অভিনেতার স্ত্রী কমেডি অভিনেত্রী লুইস ফোর্ডের বয়স ৩৩ বছর। আর এই অসম বয়সী দম্পতির ঘর আলো করে আগামী সপ্তাহে জন্ম নিতে যাচ্ছে তাদের প্রথম সন্তান ! কি অবাক হলেন !! প্রেমিকা লুইস ফোর্ডের সঙ্গে তার সম্পর্ক অনেক দিনের। এই অভিনেত্রীর বয়স এখন ২৯। তিন বছর যাবৎ তারা একসঙ্গে আছেন। রবিবার গর্ভবতী লুইস ফোর্ডের ছবি প্রথম সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপর এই জনপ্রিয় অভিনেতার বাবা হওয়ার খবর সামনে চলে আসে। দ্য কোয়ার্টারমেইনস টার্মস’ নাটকে কাজ করতে গিয়ে তাদের প্রথম পরিচয় হয়। এ্যাটকিনসনের প্রথম স্ত্রী বিবিসির মেকআপ আর্টিস্ট সুনেত্রা শাস্ত্রী সঙ্গে ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। কারণ হিসেবে তখন আদালতে রোয়ান এ্যাটকিনসনের সঙ্গে সুনেত্রা ‘মতের অমিল’কে তুলে ধরেন। দুই পক্ষের সঙ্গে কথা বলে আদালত দ্রুত তাদের বিবাহবিচ্ছেদ কার্যকর করেন। এই দম্পতির দুই সন্তানছেলে বেনের বয়স ২৩ আর মেয়ে লিলির ২১। বছর তিনেক আগে নিজের নামের শেষাংশ থেকে বাবাকে বাদ দেন নৃত্যশিল্পী লিলি। এরপর তিনি মাকে বেছে নেন। সুনেত্রা শাস্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর লুইস ফোর্ডের প্রেমে পুরোপুরি জড়িয়ে পড়েন ‘মিস্টার বিন’। এরপর থেকে তারা উত্তর লন্ডনে ৪৬ লাখ পাউন্ড ব্যয়ে নির্মিত কটেজে একসঙ্গে থাকছেন। এখনও বিয়ে না হলেও তাদের ভালবাসায় এতটুকু খামতি নেই। কমেডি সিরিজ ‘দ্য উইন্ডসরস’-এ কেট চরিত্রে অভিনয়ের সুবাদে জনপ্রিয়তা আছে লুইসের। ২০১২ সালে মঞ্চনাটক ‘কোয়াটারমেইনস টার্মস’-এ একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাদের প্রথম দেখা। এর কিছুদিন পর থেকে তারা আছেন একই ছাদের নিচে। তবে কাগজে-কলমে বিয়ে হয়নি তাদের। আসছেন পরিণীতি চোপড়া বলিউডের হালের হার্টথ্রুব নায়িকাদের একজন পরিণীতি চোপড়া। এবারে খাঁটি কর্পোরেট অবতারে পর্দায় আসতে চলেছেন পরিণীতি। পরিচালক দীবাকর বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ ছবিতে এক উচ্চাকাক্সক্ষী কর্পোরেট মহিলার চরিত্রে দেখা যাবে পরিণীতিকে। ২০১১ সালে লেডিস ভার্সেস রিকি বেহেল চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু“ করেন । শুরুতে একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে চেয়েছিলেন পরিনীতি চোপড়া, তবে ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স এবং অর্থনীতিতে তিনটি স্নাতক ডিগ্রী নেয়ার পর ২০০৯ সালে ভারতে চলে আসেন । ভারতে এসে যশ রাজ ফিল্মস -এ ‘জনসংযোগ পরামর্শক’ হিসেবে কাজ শুরু“ করেন । প্রতিষ্ঠানে কর্তব্যরত অবস্থাতেই চলচ্চিত্র পরিচালক মনীশ শর্মার নজরে আসেন । পরবর্তীতে অডিশনের মাধ্যমে তিনি এ প্রতিষ্ঠানের সঙ্গে অভিনেত্রী হিসেবে তিনটি চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন । আসছে ছবিতে পরিণীতির ফার্স্ট লুক সোমবার নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মস। দুটি ভিন্ন কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা পরিণীতি এবং অর্জুন কাপুরের লাভ-হেট সম্পর্কের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এই ছবি। অর্জুন কাপুরকে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। ইশকজাদে ছবি দিয়েই এই জুটির বলিউড প্রবেশ। প্রায় পাঁচ বছর পর ফের দু’জনকে বড় পর্দায় দেখা যাবে। এই প্রথম দিবাকর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন পরিণীতি। এই নিয়ে বেশি উত্তেজিতও তিনি। সম্প্রতি এক সাক্ষাতকারে পরিণীতি জানান , ‘দিবাকরের ছবি সব সময়েই অন্য রকম হয়। এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে ভীষণ খুশি আমি। আশা করছি দর্শকদের অন্য স্বাদের একটি ছবি উপহার দিতে পারব আমরা। ’
×