ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আশ্রয়ণ প্রকল্পে খুঁজে পাওয়া এক সত্য গল্প নিয়ে নাটক ‘স্বপ্নের ঠিকানা’

প্রকাশিত: ১৮:২১, ১৫ মে ২০২৩

আশ্রয়ণ প্রকল্পে খুঁজে পাওয়া এক সত্য গল্প নিয়ে নাটক ‘স্বপ্নের ঠিকানা’

নাটকের শুটিং

ফরিদপুরের সালথা উপজেলায় গিয়াস এক কর্মমূখর মানুষ। সবাই তাকে জানে নিজের পরিবারকে সুন্দর ঠিকানায় পৌঁছে দিয়ে নিজের ঠিকানা সে করতে পারেনি। রাত হলে ঘুমিয়ে থাকে কোন টং দোকানের সামনে অথবা কোন প্রতিবেশীর বারান্দায়। গিয়াসের নেই ঠিকানা আর তাই তার প্রিয় মানুষ ময়নার তার জীবনে আসা হয়ে যায় অনিশ্চিত।

এমন এক সময়, এমন এক সত্য ঘটনার সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পে গিয়াস খুঁজে পায় তার স্বপ্নের ঠিকানা। এই সত্য গল্প নিয়ে নাটক লিখেছেন কবি শাহিন সপ্তম (মোঃ আক্তার হোসেন শাহিন, উপজেলা নির্বাহী অফিসার, সালথা, ফরিদপুর)। নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা সেন্টু। জীবন স্পর্শ করা মাটির গন্ধমাখা এমন গল্পে গিয়াস চরিত্রে অভিনয় করেছেন তারিক স্বপন, ময়না চরিত্রে অভিনয় করেছেন ডেবোরা সিলভীকুইয়া। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন লোমানুর রহমান জুয়েল, আব্দুল মোমিন, জয় দাস এবং শাহিন সপ্তমসহ অন্যান্য। নাটকটির চিত্রগ্রাহক সুজন মেহমুদ। শীগ্রই নাটকটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

 

স্বপ্না

×