ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি;###;শিক্ষক, হাইমচর কলেজ;###;হাইমচর-চাঁদপুর।;###;০১৭৯৪৭৭৭৫৩৫

নবম ও দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় একাদশ অধ্যায় প্রস্তুতি-২ ॥ বহুনির্বাচনী-৩০

প্রকাশিত: ০৬:৩০, ১৯ মে ২০১৮

 নবম ও দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় একাদশ অধ্যায় প্রস্তুতি-২ ॥ বহুনির্বাচনী-৩০

১। বাংলােেদশের শিল্প অনুন্নয়নের মূল কারণ (ক) ব্যাপক দুর্নীতি (খ) শ্রমিকের অপর্যাপ্ততা (গ) দারিদ্র্য (ঘ) সরকারি পৃষ্ঠপোষকতার অভাব। ২। জনসংখ্যা সমস্যা থেকে কোন বৃহৎ সমস্যাটি সৃষ্টি হয়েছে ? (ক) খাদ্য সমস্যা (খ) বেকারত্ব (গ) নিরক্ষরতা (ঘ) ঘরবাড়ির সমস্যা। নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ ’ব’ রাষ্ট্রের মাথাপিছু আয় ৫% বৃদ্ধি পেয়েছে এবং দ্রব্যমূল্যও ৫% বৃদ্ধি পেয়েছে। ৩। ’ব’ রাষ্ট্রের জনগণের ক্ষেত্রে কী বৃদ্ধি পেয়েছে? (ক) আর্থিক আয় (খ) প্রকৃত আয় (গ) ক্রয় ক্ষমতা (ঘ) কোনটি নয় ৪। উক্ত রাষ্ট্রের ক্ষেত্রে- (ক) অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে (খ) জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে (গ) ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে (ঘ) অর্থনৈতিক উন্নয়ন ঘটেনি। ৫। উন্নত দেশের রাজনৈতিক অবস্থা কেমন? (ক) অস্থিতিশীল (খ) স্থিতিশীল (গ) অশান্ত (ঘ) ভঙ্গুর ৬। উন্নত দেশগুলোর অর্থনীতি কেমন ? (ক) কৃষিনির্ভর (খ) জনশক্তি নির্ভর (গ) আমদানি নির্ভর (ঘ) শিল্পনির্ভর ৭ । অনুন্নত দেশের একটি অন্যতম বৈশিষ্ট্য- (ক) কৃষির ওপর নির্ভরশীলতা (খ) অধিক মাথাপিছু আয় (গ) পুঁজির যোগান বেশি (ঘ) শিল্পের ওপর নির্ভরশীলতা ৮। অনুন্নত জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত কোনটি (ক) শিল্প (খ) বাণিজ্য (গ) কৃষি (ঘ) খনিজ সম্পদ ৯। অনুন্নত দেশে পুঁজিপতিরা বিনিয়োগে আগ্রহ দেখায় না কেন ? (ক) খাদ্যের অভাব বলে (খ) দুর্বল অবকাঠামো বলে (গ) জমির অভাব বলে (ঘ) অশিক্ষিতি জনগণ বলে। ১০। যে কোন দেশের মাথাপিছু আয় নির্দেশ করে - (i) জীবনযাত্রার মান (ii) দেশের অর্থনৈতিক অবস্থা (iii) মানবিক চাহিদা নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii ১১। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি (ক) কাঁচা পাট (খ) পাটজাত দ্রব্য (গ) তৈরি পোশাক (ঘ) চামড়া ১২। উৎপাদনের অপরিহার্য উপাদান হলো - (i) মূলধন (ii) শ্রম (iii) সংগঠন নিচের কোনটি সঠিক (ক) iও ii (খ) iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii ১৩। মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের অপরিহার্য শর্ত হলো (i) প্রাথমিক দ্রব্যাদির হিসাব (ii) চূড়ান্ত দ্রব্যাদির হিসাব (iii) মাধ্যমিক দ্রব্যাদির হিসাব (i) নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii ১৪। বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশ থেকে ঋণ সহায়তা এবং অনুদান গ্রহণ করে কেন ? (ক) উন্নয়ন তহবিল সংগ্রহের জন্য (খ) বিশ্বে টিকে থাকার জন্য (গ) শিল্প স্থাপনের জন্য (ঘ) স্বাধীনতা রক্ষার জন্য। উত্তরঃ (ক), ২(খ), ৩(ক), ৪(ঘ), ৫(খ), ৬(ঘ), ৭(ক), ৮(গ), ৯(খ), ১০(ক), ১১(গ), ১২(ঘ), ১৩(ঘ), ১৪(ক)।
×