ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৮ বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ০৬:৩৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

৮ বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়

কীর্তনখোলা নদীর তীর ঘেঁষে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমিতে গড়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। ৮ বছরে পা রাখল এ বিশ্ববিদ্যালয়। দেশের ৩৭টি চলমান পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে অপেক্ষাকৃত নবীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে এটি দক্ষিণাঞ্চলের আশা-আকাক্সক্ষার প্রতীকে পরিণত হয়েছে। ২০১১ সালের ২২ ফেব্রয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল নগরীর কর্ণকাঠিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মাধ্যমে বরিশালবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন শুরু হয়। ২০১২ সালের ২৪ জানুয়ারি বরিশাল জিলা স্কুল ক্যাম্পাসের কলেজ ভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের শুভ সূচনা করেন। প্রতিষ্ঠাকালীন ৪টি অনুষদের অধীন ৬টি বিভাগে ৪০০ শিক্ষার্থী নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। বর্তমানে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত কর্ণকাঠিতে স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টি পুরো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীন ২২টি বিভাগে প্রায় ৬ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক রয়েছেন ১৫১ জন, কর্মকর্তা ৫৫ জন, কর্মচারী ১৬৫ জন। ১ ডিসেম্বর ২০১৬ চালু হয়েছে বঙ্গবন্ধু হল, শেরেবাংলা হল ও শেখ হাসিনা হল। নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনার, অত্যাধুনিক ভিডিও কনফারেন্স রুম, শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম। চালু হয়েছে কীর্তনখোলা হল ও শিশুদিবাযতœ কেন্দ্র। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য রয়েছে বাস, মিনিবাস ও মাইক্রোবাস সুবিধা। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ভবনগুলোতে লাগানো হয়েছে সিসি ক্যামেরা, স্থাপন করা হয়েছে পুলিশ ক্যাম্প। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ধূমপানমুক্ত, পরিবেশবান্ধব ও সবুজ ক্যাম্পাস ঘোষণা করা হয়েছে। গবেষণাপত্র প্রকাশ, আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা, দেশে-বিদেশে পিএইচডি ইত্যাদি কার্যক্রমে শিক্ষকদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। এ ছাড়া ছাত্র-শিক্ষকের অংশগ্রহণে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন অলিম্পিয়াড, বইমেলা, পিঠা উৎসবসহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্তঃবিশ্ববিদ্যালয় খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধাবীদের গোল্ড মেডেল দেন প্রধানমন্ত্রী। এবার প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন কৃতী শিক্ষার্থী এ স্বর্ণপদক লাভ করেছে। ছাত্রছাত্রীদের চিত্তবিনোদন ও খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। মুক্তমঞ্চ করে দেয়া হয়েছে। ছাত্রছাত্রীরা সেখানে বসে আড্ডা দেয়, গানবাজনা করে। বিশ্ববিদ্যালয়ের মাঠ আছে, ছাত্ররা সেখানে খেলাধুলা করে। কিছু সমস্যা রয়েই গেছে। ক্লাসরুম সঙ্কট একটি বড় সমস্যা। এখনও চালু হয়নি কেন্দ্রীয় লাইব্রেরি। ডরমেটরি ভবনের কাজ ঠিকমতো শেষ হয়নি। জিমনেশিয়াম নেই, মেডিকেল সেন্টার করা দরকার। ক্যাফেটেরিয়া ভবন হচ্ছে, এখনও কাজ শেষ হয়নি। ছাত্রছাত্রীদের জন্য ওয়াইফাই চালু করা হলেও সেটি আরও শক্তিশালী করা প্রয়োজন।
×